ওপার বাংলার ছায়া এবার এপার বাংলায়। খড়দহে কালীপুজোর মণ্ডপে ভাঙচুর চালাল ভিন ধর্মের কয়েকজন যুবক। এমনকী ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় প্রতিমাও। উপস্থিত হিন্দুদেরও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে খড়দহের রাস কোলাঘাট এলাকায়। তবে এখনও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে কালীপুজো চলাকালীন খড়দহ রাসকোলা ঘাটের তরুণ সমিতি ক্লাবে কুড়ি জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। ভেঙে গুঁড়িয়ে দেয় প্রতিমা। এলোপাথাড়ি ভাঙচুর করে মণ্ডপেও। এমনকি পুজোতে উপস্থিত জনতাকেও মারধর করে। রেহাই পাননি মহিলা এবং শিশুরাও। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ দায়ের হয়েছে খড়দহ থানায়। তবে এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
কদিন আগেই খড়দহে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফলও ঘোষণা হয়ে গিয়েছে। বর্তমানে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহের নতুন বিধায়ক হয়েছেন। আর ভোটাভুটি মিটতেই খড়দহ থেকে ষড়যন্ত্র মাফিক সম্প্রীতি নষ্ট করার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে খড়দহ-সহ গোটা রাজ্যে। জানা গেছে, ভাঙচুরের সময় স্থানীয়রা অভিযুক্তদের একটি বাইক আটক করে। আর সেই বাইকের মালিকের নাম বের করে অভিযুক্তদের শনাক্তও করা গেছে। কিন্তু তারপরেও পুলিশ দোষীদের গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ।