কয়েকদিন আগেই লন্ডনে হিন্দু মন্দিরে হামলা চালায় মুসলিম মৌলবাদিরা। এবার একই ঘটনা ঘটল ত্রিনিদাদ ও টোবাগোয়। এক সপ্তাহের মধ্যে দুটি হিন্দু মন্দিরে হামলা চালাল খ্রিস্টান মিশনারিরা। প্রতিমা ভাঙচুরের পাশাপাশি লুটপাঠও চালিয়েছে তারা। সঙ্গে মন্দিরের দেওয়ালে লিখে রেখে গিয়েছে বাইবেলের বাণী।
জানা গিয়েছে, যে দুটি হিন্দু মন্দির হামলার শিকার হয়েছে তা ত্রিনিদাদের কোভা এবং পেনাল শহরে অবস্থিত। গত ২৮ সেপ্টেম্বর, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা কোভা শহরের কারলি বে এলাকার মা কালীর মন্দিরে হামলা চালায়। তাঁরা মন্দিরে ভাঙচুর চালায় এবং মা কালীর মূর্তিটাও ভাঙচুর করে। সেই সঙ্গে তারা মূর্তিটির গায়ে অলিভ অয়েল ঢেলে দেয়। শুধু তাই নয় দুষ্কৃতীরা মন্দিরের গায়ে বাইবেলের কিছু কথা লিখে রেখে যায়।
তবে ত্রিনিদাদ ও টোবাগোতে হিন্দু মন্দিরে হামলার ঘটনা এই প্রথম নয়। সপ্তাহখানেক আগে গত ২২ সেপ্টেম্বর রাতে পেনাল শহরের শ্রী গণেশ মন্দিরে হামলার ঘটনা ঘটে। ওই মন্দিরটি পেনাল শহরের গোপিয়ে ট্রেস এলাকায় অবস্থিত। দুষ্কৃতীরা ওই মন্দিরের পিছনের দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং মন্দিরের ভেতরে ভাঙচুর চালায়। শুধু তাই নয় মন্দিরের ভেতরে ওই দুষ্কৃতীরা যে মদ্যপান এবং ধূমপান করেছে, তার প্রমাণও পাওয়া গিয়েছে। এছাড়াও ওই মন্দিরের ভেতরে থাকা স্পিকার এবং সাউন্ড বক্স যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০০০ টাকার কাছাকাছি তাও চুরি করে নিয়ে যায়। মন্দিরের সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে যে কয়েকজন দুষ্কৃতী মন্দিরের ভেতরে থাকা স্পিকার বক্স নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে।