‘গ্রামার’ বানান লিখতে কালঘাম ছুটল প্রিন্সিপালের, বললেন ‘সরকারি স্কুলে পড়েছি, ইংরেজি দুর্বল’

ছাত্রছাত্রীরা তো দূর অস্ত। খোদ শিক্ষকেরই ইংরেজিতে গ্রামার বানান লিখতে গিয়ে কালঘাম ছুটল। একজন নয়, একাধিক শিক্ষকের এই অবস্থা। আর তা দেখলেন খোদ স্কুল পরিদর্শক। পাঞ্জাবের ঘাল্লুরের একটি সরকারি উচ্চামধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঠিক কি হয়েছিল? সম্প্রতি ওই স্কুল পরিদর্শনে এসেছিলেন ইশা কালিয়া। স্কুলের পঠন-পাঠন খতিয়ে দেখেন তিনি। ছাত্র-ছাত্রীর বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন। বোর্ডে মানচিত্র দেখিয়ে কোথায় কোন রাজ্য তা দেখাতে বলেন। কয়েকজন ছাত্র উত্তর দিলেও অধিকাংশই ছিল চুপচাপ।

এরপরই ঘটে আসল ঘটনা। প্রিন্সিপালকে বোর্ডে ‘গ্রামার’ লিখতে বলেন স্কুল পরিদর্শক। আশ্চর্য হল, তিনি ভুল বানান লেখেন। তখনই টনক নড়ে স্কুল পরিদর্শকের। উপস্থিত অন্যান্য শিক্ষকদেরও লিখতে বলেন তিনি। কিন্তু মহারাজ যে পথে করেছেন গমন। প্রত্যেকেরই বানান ভুল। ঘটনা দেখে তো পরিদর্শকের ‘চক্ষু চড়কগাছ’।

ঘটনা এখানেই শেষ নয়, ভুলের সাফাইও দিয়েছেন ওই শিক্ষকরা। তাঁদের দাবি, যেহেতু সরকারি স্কুলে পড়াশোনা করেছেন তাই তাঁদের ইংরেজি দুর্বল। যা শুনে অবাক পরিদর্শকও। পরে তিনি বলেন যে, শিক্ষক-শিক্ষিকাদের ব্যাপারে তিনি কোনো রিপোর্ট না দিলেও ছাত্র-ছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে শিক্ষা পেতে পারে সেদিকে তিনি নজর দেবেন। পাশাপাশি পড়ুয়াদের মূল্যায়নের ব্যবস্থাও গ্রহণ করা হবে।

প্রিন্সিপাল বিএসসি, বিএড। অন্যান্য শিক্ষকদেরও নামের পাশে বড় ডিগ্রি রয়েছে। কিন্তু সাধারণ ‘গ্রামার’ বানান লিখতে গিয়ে তাঁরা হিমশিম খেলেন কেন? ভাইরাল ভিডিওটি দেখে অনেকে বলছেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে এটা তারই উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.