ঠিক এক সপ্তাহ আগে এরকমই বুধবার আমফানে কেঁপে গিয়েছিল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। যার রেশ চলেছে এখনও। আটদিন কেটে গেলেও বিদ্যুৎ আসেনি বহু জায়গায়। নেই জল, ইন্টারনেট পরিষেবাও। এবার ফের একটা ঝড়।
হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় শুরু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছে। হাওয়ার গতিবেগ ঘন্টায় ৭০ কিলোমিটার হতে পারে। এদিন কলকাতা সহ সমস্ত জেলাতেই গুমোট গরম ছিল।
কলকাতায় বুধবার কলকাতার সর্বনিম্ন ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তিন ডিগ্রি বেশি। কিন্তু মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আর এভাবেই ভারসাম্য বজায় থাকছে পারদের। তাপমাত্রাকে দিনভর অস্বস্তিকর করে তুলছে না। বিশেষ সৌজন্যে উত্তর-পূর্ব ভারতের মেঘ এবং বৃষ্টি।
আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৫ সর্বনিম্ন ৭৫ শতাংশ। বৃষ্টিও হয়নি। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মঙ্গলবার সকালে কলকাতার ছিল সর্বনিম্ন ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের দুই ডিগ্রি বেশি ছিল। আবার সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল।
আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৭ সর্বনিম্ন ৭২ শতাংশ। ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছিল শহরে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানানো হয়েছিল। সেটাই হয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছিল হাওয়া অফিস।