কাবুল হ্যাজ ফলেন


কাবুলের সাথে আমার পরিচয় সেই রবীন্দ্রনাথের হাত ধরে, রহমত কাবুলিওয়ালার কাবুল,যেখানে তার ছোট্ট একটা মেয়ে অপেক্ষা করছিল। আরো বড় হয়ে সৈয়দ মুজতবা আলী সাহেবের ‘দেশে বিদেশে’ তে পরিচয় হয় আসল কাবুলের সাথে,আফগানিস্তান রুক্ষ হলেও সে বর্ণনা বড্ড সজীব। সাবালিকা আমার সাথে একদিন পরিচয় হল ‘কাবুলিওয়ালার বাঙালী বউ’ সুস্মিতা বন্দ্যোপাধ্যায়- এর, সুস্মিতার লেখায় উঠে এসেছিল তালিবানের অত্যাচারের জ্বলন্ত বর্ণনা,শরিয়তি পুরুষতন্ত্রর ঘৃণ্যরূপ ফুটে উঠেছিল প্রতি ছত্রে । কে জানতো ঐ নরক থেকে পালিয়ে এসেও সুস্মিতা বাঁচতে পারবেন না, তাকেও মরতে হয়েছিল তালিবানের হাতেই।

রহমতের মেয়ে আদৌ কেমন আছে রবীন্দ্রনাথের গল্পে আমরা জানতে পারিনি, কিন্তু কাবুলের মেয়েরা যে ভাল নেই সে খবর মোবাইলের ফিডে মুহূর্তে মুহূর্তে ভেসে উঠছে। এই যেমন কাল দেখলাম “পা ঢাকা জুতো” না পরার অপরাধে গাড়ি থেকে নামিয়ে কয়েকজন মহিলাকে বেধড়ক পিটিয়েছে তালিবানরা। দেখে ভয়ে গা শিউরে উঠলো, আরেকটা খবরে জানা গেলো তালিবান অফিসে, অফিসে মহিলাদের বলে এসেছে আর তাদের কাজে আসার দরকার নেই তারা বাড়ীতে থাকুন। কান্দাহারের বারো থেকে চল্লিশ বছর বয়সী মেয়েদের তালিকা প্রস্তুত করেছে তারা, প্রতি তালিবান সৈন্যকে চারটে করে “বিবি” ভেট দেওয়া হবে যে!

পনেরোই আগস্ট ‘দ্য গার্ডিয়ান’ এ খোলা চিঠি লিখেছেন এক আফগান মহিলা, শৈশবেই অনাথ সেই মহিলা কার্পেট বুনে পড়াশোনা চালিয়েছেন। আফগানিস্থানের নামকরা বিশ্ব বিদ্যালয় থেকে দুটি ডিগ্রি লাভ করে শুরু করেন কর্মজীবন। তালিবানের ফিরে আসা, তার সমস্ত স্বপ্নের চিতা সাজিয়ে দিল এক মুহূর্তেই। তিনি ও তাঁর বন্ধুরা বাড়ি ফেরার জন্য গাড়ি অবধি পাননি, কোনো গাড়িওয়ালা ‘মাহরম’(রক্তের সম্পর্কযুক্ত পুরুষ সঙ্গী) হীন মেয়েদের গাড়িতে তুলতে রাজী হয়নি। পথে জুটেছে টিটকিরি, “বাড়ি যাও বিবি, বোরখা পরে বসে থাকো”, “চিন্তা করো না আমি তোমাদের চারজনকেই বিয়ে করবো”। বিজয়ী বর্বরের ঘৃণ্য জয়োল্লাস!

তালিবানকে চীন স্বীকৃতি দিয়েছে, রাশিয়া বলেছে তালিবান সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। কী সেই আইন?
১। মাহরম ছাড়া কোনো মহিলা রাস্তায় বেরোতে পারবে না।
২। মেয়েদের পদশব্দ যেন পুরুষের কানে না যায়, তাই হিলওয়ালা জুতো পরতে পারবে না মেয়েরা।
৩। উঁচু গলায় কথা বলা যাবেনা, যাতে অচেনা পুরুষের কানে সে আওয়াজ না পৌঁছয়।
৪। রাস্তা থেকে বাড়ির অন্দরে থাকা মহিলাদের যাতে না দেখা যায় সেটা সুনিশ্চিত করতে বাড়ির কাঁচের জানালায় রঙ করে দেওয়া হবে। বাড়ির বারান্দায় তাদের আসা মানা।
৫। বাড়ীতে মেয়েদের কোনো ছবি রাখা যাবে না, তারা দাঁড়াতে পারবেনা। রেডিও,টিভি বা কোনো প্রকাশ্য জমায়েতে তারা আসতে পারবে না।
বাড়ির শিকলে বাঁধা পোষ্যদেরও এর থেকে বেশি স্বাধীনতা থাকে, বলাই বাহুল্য।

আজ থেকে তিন বছর আগে আইসিসের দ্বারা নিগৃহীতা নাদিয়া মুরাদের আত্মজীবনীতে পড়েছিলাম কীভাবে জেহাদিরা তাদের বাজারে দাঁড় করিয়ে নিলাম করতো। আফগানি মেয়েটির দেশের মেয়েদের অবস্থা আরো করুণ। তালিবান যখন ধীরে ধীরে অন্য শহরগুলি কব্জা করছে, তখন ঐসব গ্রাম-শহরের লোক উজিয়ে আসছে কাবুলে, সেইরকমই এক পরিবার, যাদের কাছে গাড়িভাড়ার টাকাটুকু নেই, তারা গাড়িভাড়া হিসাবে দিয়ে আসে নিজেদের বিধবা অসহায় পুত্রবধূকে। বিমানবন্দরে দেশ ছাড়তে চাওয়া হাজার হাজার পুরুষের মাঝে মহিলাদের খুঁজে পাওয়া যায়না প্রায়, তাদের কোথায় ঠাই হচ্ছে সেটা সহজেই অনুমেয়।

যুগ যুগ ধরে যুদ্ধ হয়, যুদ্ধক্ষেত্রটা বদলায় না – কত লক্ষ নারীদেহ দীর্ণ হয়। কিন্তু এ তো যুদ্ধ নয়, যে একদিন শেষ হয়ে যাবে এই আশা রাখবো। তালিবানের শরিয়তি শাসনে নখে নেলপালিশ লাগালে কেটে দেওয়া হয় আঙ্গুল,কন্যাকে শিক্ষিত করতে চাওয়া পিতাকে খুন করে শারীরিক নিগ্রহ করা হয় সেই মেয়েকে। তালিবানের ফতোয়া অগ্রাহ্য করলে হাল হয় “বিবি আয়েশা”র মতো। নাক- কান কেটে ফেলে দেওয়া হয় মরতে। নাহ আয়েশা মারা যাননি, তাই ‘সভ্য’ পৃথিবী জানতে পেরেছিল তালিবানি শাসকের অসভ্যরূপ।

কলকাতা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা তালিবানিদের নিয়ে আমার ভয় লাগছে, সেখানকার অসহায় মানুষের কথা ভেবে আমার ভয় লাগছে। আর তার থেকেও বেশি ভয় লাগছে সেই সব বাংলা ভাষী সহনাগরিকদের নিয়ে, যারা তালিবানের জয়ে উচ্ছসিত হয়ে পোস্ট করছেন বা কমেন্ট করছেন বিভিন্ন নিউজ পোর্টালের কমেন্টবক্সে। কারণ তালিবান কোনো গোষ্ঠী নয়, এটা একটা অসুস্থ মানসিকতা।

©পৌলমী_পাল

তথ্যসূত্র –
১। https://www.theguardian.com/world/2021/aug/15/an-afghan-woman-in-kabul-now-i-have-to-burn-everything-i-achieved?CMP=fb_gu&utm_medium=Social&utm_source=Facebook&fbclid=IwAR2E-FtuPxQqKz0Q_3uTJpfOfXhF3JZsFy8g8Hf3IUhirbuaz7UJbU0PzpM#Echobox=1629093905

২। https://en.wikipedia.org/wiki/Treatment_of_women_by_the_Taliban

৩। https://www.tribuneindia.com/news/world/world-must-not-look-away-as-taliban-sexually-enslave-women-girls-298021

৪। https://en.wikipedia.org/wiki/Bibi_Aisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.