একের পর এক ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য। হাঁসখালি, বোলপুর, পিংলা, নামখানা – লিস্ট আরও লম্বা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ধর্ষণের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন তাঁদের ‘নপুংসক’ আখ্যা দিলেন কবীর সুমন। তাঁর কথায়, ‘এঁরা সব চাড্ডি+মাকু’।
বুধবার সোশ্যাল মিডিয়ায় কবীর সুমন লেখেন, ‘শুরু হয়ে গেছে ফোনে নপুংশকদের আক্রমণ ‘রাজ্যজুড়ে ধর্ষণের’ বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।’ রাজ্য জুড়ে একাধিক ধর্ষণের ঘটনায় প্রতিবাদ তো দূর অস্ত, প্রতিবাদীদেরই ‘নপুংসক’ বলে আক্রমণ করায় প্রাক্তন তৃণমূল সাংসদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে?
এখানেই শেষ নয়। কবীর সুমনের এমন ফেসবুক পোস্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। কেউ কেউ জিজ্ঞাসা করেন, ‘আপনি কি সুস্থ আছেন’? কেউ আবার ‘তৃণমূলের দালাল’ বলেও দেগে দেন সঙ্গীতশিল্পীকে। তাঁদেরকেও কটাক্ষ করতে ছাড়েননি সুমন। পোস্টের কমেন্ট সেকশনে প্রতিবাদীদের ‘রাজনীতিসচেতন বঙ্গমধ্যবিত্ত’ বলে ব্যঙ্গ করেন তিনি।
আনিশকাণ্ড থেকে বগটুইকাণ্ড, কোনও অন্যায়ের বিরুদ্ধেই মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। এখন কি তাহলে ভেবেচিন্তে অঙ্ক কষে কিছু নির্বাচিত বিষয়েই তিনি সোচ্চার হন আজকাল? এমন প্রশ্ন উঠছে। তবে এবার ধর্ষণের প্রতিবাদীদের নিয়ে তাঁর মন্তব্য দেখে কার্যত হতবাক সকলেই।