একটা যুগের যুগান্তর । আনন্দবাজারে ।
আনন্দবাজার পত্রিকার প্রধান সম্পাদক এবং প্রকাশক হলেন অরূপ সরকারের কনিষ্ঠ পুত্র অতিদেব সরকার ।
যুগান্তরের এই পর্বে অশোক সরকারের প্রয়াণে অভীক সরকার ছিলেন এই পদে দীর্ঘ সময় । সেরা বাঙালি “ভদ্রলোক সম্পাদক” আমার জীবনে দেখা । তারপর অনির্বাণ চট্টোপাধ্যায়ের সাময়িক হাল ধরা । ২০১৯এ তাঁর আকস্মিক ছেড়ে যাওয়া । ঈশানী দত্ত রায়ের ভারপ্রাপ্ত হওয়া । এবং শেষে ২০২১ এর ২৮ জুলাই অসম্ভব ব্রিলিয়েন্ট এক উজ্জ্বল তরুণ অতিদেবের অভিষেক ।
আনন্দবাজারের প্রধান সম্পাদক এবং প্রকাশক ।
অনেক সিঁড়ি পেরিয়ে অতিদেবের উত্তরণের এই ইতিহাসও সমাপন হয়েছে পর্বে পর্বে । ২০১৬ র ৪ঠা নভেম্বর অশোক ভেনকট রমনির ছেড়ে যাওয়া পদে সি ই ও, এ বি পি নিউজ নেটওয়ার্ক পদে বসেছিলেন অতিদেব । তারপর আজকের এই উত্তরণ বা অভিষেক ছিল শুধু সময়ের অপেক্ষা । সেটাই বাস্তবায়িত হল ।
আড়ালে থেকে অরূপ সরকার প্রকাশক থেকে হয়ে গেলেন নেস্টর । আরো কিছুটা আড়ালে চলে গেলেন অরূপ সরকারের জৈষ্ঠ্য পুত্র অরিত্র সরকার, আমার চোখে দেখা এক ভীষণ ভালো মানুষ ।
যুগান্তর আনন্দবাজারে ।।
সন্ময় বন্দ্যোপাধ্যায় ( আনন্দবাজারের প্রাক্তনী )