সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি। আর তারপরেই বিজেপি সভাপতির পদ ছাড়তে চেয়েছিলেন অমিত শাহ। তাঁর জায়গায় কে বিজেপি সভাপতি হবেন, তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডাকে বিজেপির কার্যকরী সভাপতি করা হলো।
বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই মুহূর্তে বিজেপি সভাপতি থাকছেন অমিত শাহই। ডিসেম্বর-জানুয়ারি মাসে দলের অভ্যন্তরীন সাংগঠনিক নির্বাচনের পরেই বিজেপি সভাপতি হিসেবে পূর্ণ দায়িত্বভার গ্রহণ করবেন হিমাচল প্রদেশের এই রাজ্যসভার সাংসদ। তিনি জানান, “বিজেপি শীর্ষনেতৃত্ব চায়, এই পরিবর্তন সুন্দরভাবে হোক। তাই সব নিয়ম মেনেই এই পরিবর্তন করা হবে। ততদিন পর্যন্ত অমিত শাহই বিজেপি সভাপতির দায়িত্ব পালন করবেন।”
৫৮ বছর বয়সী এই নাড্ডার উত্থান বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে। সেখান থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হয়ে বিজেপি নেতা হয়ে ওঠেন তিনি। হিমাচল প্রদেশ সরকারের মন্ত্রীও ছিলেন নাড্ডা। ২০১৪ সালে তৎকালীন বিজেপি সভাপতি রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পরেই বিজেপি সভাপতির দৌড়ে উঠে এসেছিল এই বর্ষীয়ান নেতার নাম।
কিন্তু প্রথম মোদী সরকারের সময় তাঁর বিশ্বাসভাজন অমিত শাহের উপরেই আস্থা রাখেন প্রধানমন্ত্রী। তাঁকে বিজেপি সভাপতির দায়িত্ব দেওয়া হয়। আর তাই অমিত শাহ মন্ত্রী হওয়ার পর নাড্ডা ছিলেন বিজেপির কাছে দলের সভাপতি হওয়ার উপযুক্ত ব্যক্তি।