রবিবার বিকেলে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা ও দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনার নিন্দা করলেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার দুই শীর্ষ মন্ত্রী– কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

নির্মলা ও জয়শঙ্কর দু’জনেই জেএনইউ-র প্রাক্তনী।

জেএনইউ-র ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্মলা বলেন, “যে ছবি দেখছি তা ভয়ঙ্কর! জেএনইউ বরাবরই ক্ষুরধার বিতর্ক ও জোরালো মতামতের জন্যই পরিচিত ছিল, এ ধরনের হিংসার ঘটনার জন্য কখনওই তার পরিচিতি ছিল না। আমি দ্ব্যর্থহীন ভাবে এ ঘটনার নিন্দা করছি।”

নির্মলা আরও বলেন, “যে যাই বলুক না কেন, কেন্দ্রে বর্তমান সরকার চায় যে বিশ্ববিদ্যালয় যেন ছাত্রছাত্রীদের কাছে পুরোমাত্রায় নিরাপদ থাকে।”

অন্যদিকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, “জেএনইউ-তে যে হিংসার ঘটনা ঘটেছে তার ছবি দেখেছি। এই হিংসার তীব্র নিন্দা করছি। এ ধরনের হিংসা জেএনইউ-র ঐতিহ্য ও সংস্কৃতি বিরুদ্ধ।”

বস্তুত জেএনইউ-র ঘটনা নিয়ে বাম ও বিজেপির ছাত্র সংগঠনের মধ্যে পারস্পরিক চাপানউতোর এখনও অব্যাহত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দিল্লির পুলিশ কমিশনারকে ফোন করে নির্দেশ দেন, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে হিংসা থামিয়ে ছাত্রছাত্রী ও অধ্যাপকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.