‘মিশন কাশ্মীর’৷ তাই মন্ত্রিত্বের শুরুতেই উপত্যকার পরিস্থিতির দিকে প্রথম নজর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
শনিবার জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে বৈঠক করেন দ্বিতীয় মোদী সরকারের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাজ্যপালের কাছ থেকে ভূস্বর্গের বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট নেন অমিত শাহ৷ মাত্র ১৫ মিনিটের বৈঠক ছিল৷ কিন্তু ওইটুকু সময়েই অমরনাথ যাত্রার প্রস্তুতি থেকে আইন শৃঙ্খলা সব বিষয়েই খুঁটিয়ে খোঁজ খবর নেন অমিত শাহ৷
উল্লেখ্য, ১ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা৷ চলবে ১৫ অগষ্ট অবধি৷ ৪৬ দিন লম্বা যাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য এবার নিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন এনেছে প্রশাসন৷ অমিত শাহকে সেই সব ব্যবস্থার কথা জানান রাজ্যপাল সত্যপাল মালিক৷ পরে সাংবাদিকদের সামনে রাজ্যপাল জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা, উন্নয়নমূলক কিছু বিষয় ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে৷
২০১৮ সালের জুন মাস থেকে কাশ্মীর রাষ্ট্রপতি শাসনের অধীনে৷ এই বছরের শেষের দিকে উপত্যকায় ভোট হওয়ার কথা৷ তবে দু’জনের মধ্যে ভোট নিয়ে কোনও আলোচনা হয়নি৷ রাজ্যপাল জানান, ভোট কবে হবে সেটা নির্বাচন কমিশনের আওতাধীন বিষয়৷
সংকল্পপত্রে কাশ্মীর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিল বিজেপি৷ যার মধ্যে উল্লেখযোগ্য সংবিধানের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ বাতিল, কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনা ইত্যাদি৷ জম্মু কাশ্মীরের রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করে অমিত শাহ বুঝিয়ে দিলেন সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি শুধুই ঘোষণা নয়, তারা পালন করতেও বদ্ধপরিকর৷