ঝাড়খণ্ডের ভোট গণনায় জোর টক্কর বিজেপি-কংগ্রেস জোটের

ঝাড়খন্ড (Jharkhand) বিধানসভা নির্বাচনের ভোট গণনায় নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ২০১৯ সালের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় বসা বিজেপি সরকার কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখে। কংগ্রেস, জেএমএল ও আরজেডি জোট গেরুয়া শিবিরকে পিছনে ফেলে কিছুটা হলেও এগিয়ে গিয়েছে গণনার প্রথমদিকে। কিন্তু বিজেপি (BJP) শেষ পর্যন্ত নজর রেখেছে ঝাড়খণ্ডের ফলাফলের দিকে।

নাগরিক সংশোধনী আইন (CAA) ও এনআরসি (NRC) নিয়ে কেন্দ্রীয় সরকারকে দেশজুড়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আর সেই সময়ই ভোট হয়েছিল ঝাড়খন্ড বিধানসভা। রাজনৈতিক সমালোচকদের মতে, সেই সমালোচনার ইতিবাচক প্রভাব পড়তে পারে ঝাড়খণ্ডের নির্বাচনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.