আসন্ন নির্বাচন উপলক্ষে ঝাড়খণ্ডে বিজেপি দলের পক্ষ থেকে ৫২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পূর্ব জামশেদপুর থেকে লড়বেন। বিজেপির রাজ্যশাখার প্রেসিডেন্ট লক্ষ্মণ গিলুয়া দাঁড়াবেন চক্রধরপুর থেকে। দলের সাধারণ সম্পাদক অরুন সিং জে পি নাদ্দাকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
বিজেপি কার্যকরী সভাপতি নাদ্দা জানিয়েছেন, ৫ বছর আগেও ঝাড়খণ্ডকে জানা যেত সব থেকে অনুন্নত একটি রাজ্য হিসেবে। এছাড়াও অপরাধমূলক রাজ্য হিসেবে ঝাড়খণ্ড পরিচিত ছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী রঘুবীর দাসের হাত ধরে এই রাজ্যতে এসেছে উন্নয়ন। নতুন ভাবে এই রাজ্য পরিচিতি লাভ করেছে। দুর্নীতির হার কমেছে অনেকটাই। অর্থাৎ এই রাজ্যর নির্বাচন উপলক্ষে গেরুয়া শিবির যে যথেষ্ট সচেতনতার সঙ্গে পা ফেলছে তা একপ্রকার পরিষ্কার।
ঝাড়খণ্ডে আসন্ন নির্বাচন যে ৫ দফাতে হবে তা আগেই জানানো হয়েছিল। যার প্রথম দফা শুরু হবে ৩০ নভেম্বর থেকে আর অন্তিম দফা শুরু হবে ২০ ডিসেম্বর।
নির্বাচনী ফলাফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। এর আগে মহারাষ্ট্র এবং হরিয়ানা নির্বাচনে বিজেপি জয়লাভ করলেও কোন জায়গাতেই একক সংখ্যাগরিষ্ঠতা লা করতে পারে নি।
হরিয়ানা তে দুষ্মন্ত সিং চৌতালার জননায়ক জনতা দলের সঙ্গে জোট করে সরকার গঠন করলেও এই মুহূর্তে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট সঙ্গিন। তাই এই মুহূর্তে এই রাজ্যর নির্বাচনকে পাখি চোখ করে নিজেদের প্রস্তুত করতে চাইছে গেরুয়া শিবির। যাতে কোনও ভাবেই এই রাজ্যর নির্বাচনে বাকি দুই রাজ্যর মত পরিস্থিতি না হয় সেই কারণে ধীরে পা ফেলতে চাইছে তারা।