ঝালদার পুরনো থানায় আগুন লেগে গেল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, সোমবার বেলার দিকে থানা চত্বরে আচমকা আগুন ধরে যায়। থানার সামনে পরপর দাঁড় করানো ছিল পুলিশের বাজেয়াপ্ত করা মোটরসাইকেল। সেই মোটরসাইকেলগুলি আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনীর একটি ইঞ্জিন। জানা গেছে, এই অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গিয়েছে ঝালদা পুরনো থানার একটি অংশ।
সূত্রের খবর, ঝালদার এই পুরোনো থানায় রয়েছে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের বিভিন্ন তথ্য ও নথি। জানা গিয়েছে, গোটা শহরের সিসিটিভি ফুটেজ রাখা রয়েছে এই থানার একটি ঘরে। কিছুদিন আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা থানায় গিয়েছিলেন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে। কিন্তু তারা জানতে পারেন, ঝালদা শহরে সিসিটিভি থাকলেও বেশিরভাগ সিসিটিভি কাজ করে না। কারণ, দীর্ঘদিন ধরেই সেগুলি খারাপ। এখন প্রশ্ন উঠেছে, আগুন কিভাবে লাগল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ঝালদা শহরে শোভাযাত্রা বেরিয়েছিল অন্নপূর্ণা দেবীর ঘট বিসর্জনের। সেই সময় একটি শোভাযাত্রা থেকে কেউ পটকা ছুঁড়ে মারে ঝালদা পুরনো থানার দিকে। আর সেই পটকা থেকে আগুন ধরে যায় থানা চত্বরের সামনে রাখা বাজেয়াপ্ত মোটরসাইকেলগুলিতে। এরপর সেখান থেকেই আগুন ক্রমশ বাড়ে। যদিও পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকলের একটি ইঞ্জিন। জানা যাচ্ছে, আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু এই অগ্নিকাণ্ডকে ঘিরে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, কংগ্রেস কাউন্সিলর খুনের গুরুত্বপূর্ণ নথি রয়েছে এই থানায়। আর এই থানাতেই অগ্নিকাণ্ড…।
2022-04-11