ভোটের মধ্যে জঙ্গি হামলার হুমকি চিঠিতে সতর্কতা বাড়ল। সংবাদমাধ্যম সূত্রে খবর, অমৃতসর-সহ পাঞ্জাবের মোট পাঁচটি রেল স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে পাক জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ।
ফিরোজপুর রেলওয়ে ডিভিশনের পাঁচটি স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকিটি পেয়েছেন পশ্চিম রেলের রিজিওন্যাল ম্যানেজার বিবেক কুমার। হোয়াটসঅ্যপে পাঠানো ওই হুমকি বার্তায় পাঁচটি স্টেশনের নামও উল্লেখ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ফিরোজপুর, জলন্ধর, ফরিদকোট, অমৃতসর এবং বারনালা স্টেশনে বোমা বিস্ফোরণ হবে। ১৩ মে বিস্ফোরণ হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। জয়েশের এক এরিয়া কমান্ডার মনসুর আহমেদের নামও উল্লেখ করা হয়েছে ওই বার্তায়।
হুমকি মেসেজ পাওয়ার পরে ওই পাঁচটি স্টেশনে কড়া নজরদারি শুরু হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য স্টেশন চত্বর ছাড়াও আশপাশের এলাকায় কড়া নজরদারির নির্দেশ দিয়েছে রেল। প্রতিটি যাত্রীর ব্যাগ তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই ওই হুমকি নিয়ে তদন্ত শুরু করেছে পাঞ্জাব পুলিশ।