সেনাবাহিনীর বড়সড় সাফল্য। সেই অভিশপ্ত পুলওয়ামাতেই নিকেশ করা হয়েছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাইপোকে।

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন জওয়ান। হামলার দায় নিয়েছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।

সেই পুলওয়ামাতেই সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে জইশের প্রধান মাসুদ আজহারের ভাইপোর। গত ১১ মার্চ তিন জঙ্গিকে খতম করা হয়। সেখানেই প্রাণ হারিয়েছিল পুলওয়ামার জঙ্গি হামলার মূলচক্রী মুদাসির আহমেদ খান। সেই অভিযানেই নিহত হয়েছে মাসুদ আজহারের মহম্মদ উমর ওরফে খালিদ।

পরে উমরের পরিচয় জানা যায়। সে যে পাকিস্তানের নাগরিক, সেই বিষয়টিও স্পষ্ট হয়। উমর ও তার সঙ্গীরা জম্মু-কাশ্মীরের লেথপোরায় সিআরপিএফ ক্যাম্পে হামলা চালিয়েছিল।

ভারতীয় সেনার একাধিক অভিযানে মাসুদের একাধিক আত্মীয়ের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মাসুদের বেশ কয়েকজন ভাইপোও ছিল বলে খবর এসেছিল। সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। জানা গিয়েছে, বুধবার উমরের স্মরণসভার আয়োজন করা হয়েছিল জইশের তরফে। তার পরই বিষয়টি প্রকাশ্যে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.