সোমবার উপনির্বাচনে দলের করিমপুরের প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে শারীরিক নিগ্রহের প্রতিবাদে মঙ্গলবার পথে নামল বাঁকুড়া জেলা বিজেপি। মঙ্গলবার বিকেলে বাঁকুড়া শহরে বিজেপি কর্মীরা প্রতিবাদ মিছিলে অংশ নেন। মিছিল থেকে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের কড়া সমালোচনা করা হয়।
একই সঙ্গে বিজেপি কর্মীরা শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় বেশ কিছুক্ষণ ‘প্রতীকি’ পথ অবরোধ করেন। উপস্থিত ছিলেন দলের জেলা নেতা নীলাদ্রীশেখর দানা সহ বিজেপি ও মহিলা মোর্চার সদস্যরা।
প্রসঙ্গত, সোমবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ নিজের কেন্দ্র পরিদর্শনে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছিলেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার বলে অভিযোগ। ভোটকেন্দ্রে ঢুকতে গেলে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উপস্থিতিতেই তার উপরে হামলা চালায় দুষ্কৃতীরা।
প্রথমে তাঁকে প্রবল কিল, চড়, ঘুসি মারা হয়। এরপরেই দুষ্কৃতীরা লাথি মেরে তাঁকে ঝোপে ফেলে দেয় বলে অভিযোগ উঠেছে। খোদ নির্বাচনের দিনই নিজের নির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থীর আক্রান্ত হওয়ার ঘটনায় সেদিন সকাল থেকেই শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা।
করিমপুর কাণ্ড নিয়ে নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার। এদিকে করিমপুর কাণ্ড নিয়ে রিপোর্ট তলব করেছে উপনির্বাচন কমিশনার। সবমিলিয়ে উপনির্বাচনে জমি দখলকে কেন্দ্র করে শাসক- বিরোধী দলের তরজা বেশ জমে উঠেছে।