প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্র্যাক্টর মিছিলের নামে যা হয়েছে, তা একপ্রকার গেঁথে গিয়েছে দেশবাসীর মনে। হতাশ আন্দোলনরত সাধারণ কৃষকরাও। হিংসাত্মক ঘটনায় আহত হয়েছিলেন কমপক্ষে ৩০০ জন পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মীরা চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন হাসপাতালে। বৃহস্পতিবার আহত পুলিশ কর্মীদের দেখতে দু’টি হাসপাতালে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাসপাতালে গিয়ে আহত ও অসুস্থ পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দিল্লির সুশ্রুতা ট্রমা সেন্টার, সিভিল লাইন্স এবং তীরর্থ রাম শাহ হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাসপাতালের বেডে শুয়ে থাকা আহত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন অমিত শাহ। দু’টি হাসপাতালে অনেকটা সময় কাটিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
২৬ জানুয়ারির হিংসার জেরে সাধারণ কৃষক থেকে কৃষক নেতাদের অনেকেই হতাশ। সিংঘু সীমান্তে কৃষকদের আন্দোলনস্থলে যেন কেউ হতাশার চাদর ঢেকে দিয়েছে। নেই সেই উৎসাহ, সেই উদ্দীপনা। বিগত দু’মাস ধরে প্রতি দিন সিঙ্ঘু সীমান্তে সকাল হত কৃষকদের স্লোগানে। সারা দিন চলত সভা, বক্তৃতা করতেন কৃষক নেতারা। কিন্তু, বুধবার ও বৃহস্পতিবার সকালের চেহারাটা ছিল একেবারেই আলাদা। মনে হচ্ছে, মনের জোর যেন হারিয়ে ফেলেছেন কৃষকরা। দিল্লি পুলিশের এফআইআর-এ নাম থাকা কয়েকজন কৃষক নেতাদের নামে আবার লুকআউট নোটিস জারি করা হয়েছে।
2021-01-28