আমরা খুশি। আগামী ২২ জানুয়ারি আমাদের কাছে সবচেয়ে বড় দিন হতে চলেছে। ওই দিন আমার মেয়ে বিচার পাবে। বিচার পাবে দেশের অন্য মেয়েরাও। এই ফাঁসিতে দেশের মহিলাদের আইনের উপর আস্থা ফিরবে। মঙ্গলবার বিকেলে নির্ভয়া কান্ডে চার দোষীদের সাজা বহাল রেখে ফাঁসির দিন ঘোষণা করে আদালত। এই রায় ঘোষণার নির্ভয়ার মা-বাবা এভাবেই প্রতিক্রিযা জানালেন।
অবশেষে সাত বছরের লড়াই শেষ হল মঙ্গলবার। কিছুটা প্রলেপ পড়ল এত দিনের ক্ষতে। দিল্লির পাতিয়ালা আদালত, নির্ভয়ার খুনি-ধর্ষকদের মৃত্যু পরোয়ানা জারি করতেই যেন কিছুটা সান্ত্বনা পেলেন নির্ভয়ার মা-বাবা।
মুকেশ সিং, অক্ষয় কুমার, পবন গুপ্ত ও বিনয় শর্মা— মঙ্গলবার বিকেলে ওই চার অপরাধীর বিরুদ্ধেই মৃত্যু পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা আদালত। নির্দেশ অনুযায়ী, ২২ জানুয়ারি সকাল, সাতটায় কার্যকর হবে ওই চার অপরাধীর ফাঁসি। আদালতের নির্দেশ শোনার পর, প্রাথমিক প্রতিক্রিয়ায় আবেগ ঠিকরে বেরিয়ে এসেছে নির্ভয়ার মা আশা দেবীর কথায়। এ দিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশা দেবী বললেন, ‘‘আমরা খুশি। ২২ জানুয়ারি আমাদের কাছে সবচেয়ে বড় দিন হতে চলেছে। ওই দিন আমার মেয়ে বিচার পাবে। বিচার পাবে দেশের অন্য মেয়েরাও। এই ফাঁসিতে দেশের মহিলাদের আইনের উপর আস্থা ফিরবে।’’
সাত বছর অপেক্ষার পর, আদালতে এই জয়ের পরেও অবশ্য শান্ত নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিংহ। সাংবাদিকদের সামনে তুলে ধরলেন আদালতের নির্দেশের কথা। অবশ্য, এ নিয়ে আইনি লড়াই এখনই শেষ হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন অপরাধীদের পক্ষের আইনজীবীরা। তাঁরা রায় সংশোধনের জন্য শীর্ষ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।
2020-01-08