করোনা-আতঙ্কের জেরে আজ রবিবার জনতা কার্ফুর ডাক দেওয়া হয়েছে। কাউকে বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনেকে বলছেন, গোটা লক ডাউন হলে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেই প্রস্তুতিই এদিন সেরে ফেলা হচ্ছে এক প্রকার। শুধু বাইরেই নয়, রেলে কার্যত ‘জনতা কার্ফু’।
বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে, শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত কোনও যাত্রী ট্রেন যাত্রা করবে না। আবার মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি ভোর ৪টে নাগাদ যে যেখানে পৌঁছবে, সেখানেই থেকে যাবে। সেই মতো রাতেই এক গুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে।
দিল্লি এবং মুম্বই স্টেশনের যে ছবি এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে পুরো ফাঁকা স্টেশন চত্বর। কাউকে দেখা যাচ্ছে না। তবে দিল্লির স্টেশনে বেশ কিছু যাত্রীকে দেখা যাচ্ছে। কিন্তু সমস্ত ট্রেন বাতিল থাকায় সমস্যা পড়েছেন তাঁরা। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারছেন না তাঁরা।
একই ছবি রাজ্যের হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে। সকাল থেকে ভিড় দেখা যায়। কিন্তু এদিন সম্পূর্ণ আলাদা ছবি দুই স্টেশনেই।
পূর্ব ঘোষিত অনুযায়ী রবিবার ‘জনতা কার্ফু’ চলার সময়ও শহরতলির ট্রেনগুলির সংখ্যাও ন্যূনতম করে দেওয়া হবে।
প্রসঙ্গত,গত কয়েকদিন জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার সময়ে রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘জনতা কার্ফু’-র ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়ে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া কাউকে বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ইতিমধ্যে, কম যাত্রীর কারণে, রেল একগুচ্ছ ট্রেন বাতিল করেছে রেল। আজ রবিবার থেকে বন্ধ আইআরসিটিসি-র স্টলও। (ছবি সৌজন্যে- এএনআই টুইটার)