দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর জম্মু ও কাশ্মীরের আসন পূর্নবিন্যাস নিয়ে দ্বিমত দেখা গেল নির্বাচন কমিশনের অন্দরে। জম্মু-কাশ্মীরে বিধানসভা বাড়ানো নিয়ে প্রাক্তন নির্বাচন কমিশনার এন. গোপালাস্বামী বলেন, বিধানসভা আসন বাড়ানোর জন্য সংসদে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত।
তিনি বলেন, আইন মোতাবেক বিধানসভা অনুযায়ী এলাকা নির্ধারণ করার কাজ শুরু হবে।
সরকারের প্রস্তাবিত ১১৪ টি বিধানসভা আসনের সীমানা নির্ধারনের জন্য প্রথমে জনসখ্যার গড় নেওয়া হবে। তারপর প্রশাসনের সহায়তায় সীমানা নির্ধারণ হবে। এই সংক্রান্ত আলোচনার জন্য এক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল অরোরা, অশোক লাভাসা, সুশীল চন্দ্রা।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীর পুনগঠন বিল ২০১৯ অনুসারে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের বিধানসভার সংখ্যা ১০৭ থেকে বাড়িয়ে ১১৪ করা হবে। ওই আইনে আরও বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৬ আদমশুমারি অনুযায়ী বিধানসভা বিভাজন করে বাড়ানো হবে।
সরকারি সূত্রে খবর, এই নিয়ম অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশন বিধানসভা বাড়ানোর প্রক্রিয়া শুরু করবে।