ফের সন্ত্রাসবাদী হানা উপত্যকায়! এ বার প্রাণ হারালেন এক পুলিশকর্মী! পুলিশ জানিয়েছে, রবিবার অনন্তনাগ এলাকার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।জানা গিয়েছে ন্যাশনাল কনফারেন্স দলের নেতা সৈয়দ তওকিরের দেহরক্ষী পুলিশ কনস্টেবল রিয়াজ আহমেদ জখম হন জঙ্গিদের গুলিতে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। নিহত পুলিশকর্মীর পরিবারকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন ন্যাশনাল কনফারেন্স দলের সহ-সভাপতি ওমর আবদুল্লা।
রবিবার বিকেলে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় ন্যাশনাল কনফারেন্সের একটি বৈঠক চলছিল। সেখানেই আচমকা হানা দেয় তিন বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি চালাতে থাকা তারা। একটি গুলি পেটে লেগে গুরুতর জখম হন তওকিরের দেহরক্ষী রিয়াজ আহমেদ। শহিদ হন তিনি।
ঘটনার সঙ্গে সঙ্গে বিশেষ নিরাপত্তায় এলাকা ঘিরে ফেলে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়।
ঘটনার তীব্র নিন্দা করে ওমর আবদুল্লা টুইট করেছেন, “দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগে সন্ত্রাসবাদী আক্রমণের নিশানা হয়েছেন আমার সহকর্মী (অবসরপ্রাপ্ত) বিচারপতি সৈয়দ তওকির। তিনি অক্ষত থাকলেও ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর দেহরক্ষী। ঘটনার তীব্র নিন্দা করছি এবং নিহতের পরিবারের প্রতি পূর্ণ সহানুভূতি জানাচ্ছি।”
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “সন্ত্রাসবাদী গুলির মুখে পড়ে নিহত হয়েছেন আমাদেরই এক কর্মরত পুলিশকর্মী । গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শহিদ হয়েছেন তিনি। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের সর্বশ্রেষ্ঠ উৎসর্গের জন্য রিয়াজ আহমেদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি।”