সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জম্মু-কাশ্মীরের জামাত-ইসলামির সঙ্গে যোগ রয়েছে পাকিস্তানের আইএসআই-এর, উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য৷ শুধু তাই নয়, দিল্লিতে পাক হাই কমিশনের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে বলে জানা যাচ্ছে৷
ইন্ডিয়া টুডে- তে প্রকাশিত খবর অনুযায়ী, অস্ত্র, প্রশিক্ষণ, যুবকদের অস্ত্র সরবরাহের জন্য আইএসআই-এর সঙ্গে এই যোগাযোগ আরও সুদৃঢ়় করে চলেছে৷ ইন্টালিজেন্স সূত্র মতে, ভারত বিরোধী চিন্তা-ভাবনা ছোটদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং জিহাদ-এ তরুণদের যোগদানে উদ্বুদ্ধ করার কাজ করছে জম্মু-কাশ্মীরের এই জামাত সংগঠন৷ হুজবুল মুজাহিদিনের আতঙ্ককেও তারা কাজে লাগাতে চাইছে বলে জানা যাচ্ছে৷
অতীতে জম্মু-কাশ্মীরের জামাত-ই-ইসলামিকে দুবার নিষিদ্ধ করা হয়েছে৷ ১৯৭৫ সালে প্রথমবার দু বছরের জন্য একে নিষিদ্ধ করে জম্মু-কাশ্মীর সরকার এবং ১৯৯০ সালের এপ্রিলে কেন্দ্র তিন বছরের জন্য নিষিদ্ধ করে, সে সময় মুফতি মহম্মদ সইদ কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন৷ ১৯৯৩ সালের ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা ছিল৷
গত ২৮ ফেব্রুয়ারি ফের কেন্দ্রীয় সরকার একে নিষিদ্ধ ঘোষণা করে৷