উত্তর সিকিমের প্রবল ঠান্ডার মাঝে ১৮৮০০ ফুট উঁচুতে
যোগাভ্যাস করলেন ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স আইটিবিপি জওয়ানরা (ITBP jawan)।আন্তর্জাতিক যোগ
দিবস উপলক্ষে রবিবার এই ভাবেই ভারতের প্রাচীন ঐতিহ্যকে স্মরণ করল দেশের সীমান্ত রক্ষাতে সদা
তৎপর এই সকল জওয়ানরা।
উত্তরাখণ্ডের চিনা সীমান্তের কাছে প্রহরারত আইটিবিপি জওয়ানরা
বদ্রীনাথের বসুন্ধরা হিমবাহে যোগাসন করেছে।সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪ হাজার ফুট উঁচুতে
এই যোগাভ্যাস করেছে তারা। পাশাপাশি ললিতপুরেও আইটিবিপি জওয়ানরা যোগাভ্যাস করেছে।
উল্লেখ করা যেতে পারে গোটা বিশ্বে আন্তর্জাতিক যোগ
দিবস পালিত হচ্ছে। বহু কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজেদের
বাসভবনে যোগ দিবস পালন করছে।শরীর ও মন সতেজ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যোগের গুরুত্ব অপরিসীম বলে মনে করে বিশেষজ্ঞরা।