সারা বছর তাঁরাই রক্ষা করেন দেশকে। সীমান্তের বরফঢাকা পাহাড়ে অতন্দ্র প্রহরা থাকেতাঁদের। তাঁদেরই তো দিন আজ। স্বাধীনতা দিবসের মানে তাঁদের কাছে প্রকৃত। নেহাত একটা ছুটির দিন নয়, প্রাণ দিয়ে দেশের স্বাধীনতা উপভোগ করেন তাঁরা। সেই মর্যাদাকে সঙ্গে নিয়েই ১৬ হাজার ফুট উচ্চতায় জাতীয় পতাকা ওড়ালেন আইটিবিপির জওয়ানরা।
তবে এটুকু বললে কম বলা হবে। দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি এমন এলাকায় পতাকা উত্তোলন করল, যা নিয়ে চিনা সেনার সঙ্গে ভারতের বিবাদের সূত্রপাত। বলা যায় প্রায় বিতর্কিত এলাকায় ভারতের পতাকা উঠল এদিন।
শনিবার আইটিবিপির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে জনপ্রিয় দেশাত্মবোধক গানের সঙ্গে আইটিবিপির জওয়ানদের নিয়ে একটি ম্যাশআপ ভিডিও প্রকাশিত হয়। এই বছর ২৯৪ জন আইটিবিপি জওয়ান পূর্ব লাদাখে চিনা সেনার মোকাবিলা করার সম্মান হিসেবে ডিরেক্টর জেনারেল কমেন্ডেশন পাবেন।
মুখোমুখি সংঘর্ষে অসম সাহসিকতা প্রদর্শনের জন্য ২১জনকে দেওয়া হবে গ্যালানট্রি মেডেল। গত তিন মাস ধরে চিনা সেনার সঙ্গে সবধরণের সংঘাতে এগিয়ে ছিল আইটিবিপি। এই ট্রুপের ৬জন জওয়ানকে ডিজি কমেন্ডেশন সম্মান দেওয়া হবে ছত্তিশগড়ে নকশাল বিরোধী অপারেশনে সাহসিকতা প্রদর্শনের জন্য। শুধু তাই নয়, এবছর ৩৫৮ জন আইটিবিপি জওয়ান ও অন্যান্য আধাসামরিক বাহিনীর জওয়ানরা পাবেন স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সম্মান। দেশ জুড়ে করোনার মোকাবিলায় তাদের অবদানের জন্য।
দিল্লির ছত্তরপুরে ১০ হাজার শয্যা বিশিষ্ট সর্দার প্যাটেল হাসপাতালের দেখভাল করছে আইটিবিপি। ৫ই জুলাই উদ্বোধন হয়েছে দেশের সবচেয়ে বড় এই কোভিড হাসপাতালের। আইটিবিপি জানুয়ারি মাসে প্রথম করোনা ভাইরাস কোয়ারেন্টাইন সেন্টার খোলে দিল্লির ছাওয়ালা এলাকায়। অন্যদিকে গ্রেটার নয়ডায় সিএপিএফ চালাচ্ছে রেফারেল হাসপাতাল করোনা আক্রান্তদের জন্য।
লাদাখের কারাকোরাম পাস থেকে অরুণাচল প্রদেশের জাচেপ। দেশের মোট ৩৪৮৮ কিমি সীমান্তের প্রহরায় রয়েছেন প্রায় ৯০ হাজার আইটিবিপি জওয়ান। উল্লেখ্য, এই সীমান্তের সঙ্গে পুরোপুরি ভাবে যুক্ত চিনা সীমান্ত। চিনা সীমান্ত লাগোয়া দেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অতন্দ্র প্রহরায় রয়েছেন আইটিবিপির জওয়ানরা।