শঙ্করাচার্যের গ্রন্থ অধ্যয়নের মাধ্যমেই জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়া সম্ভব| আদি শঙ্করাচার্যের জীবন সম্পর্কে জানার চেষ্টা করা উচিত| শনিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর বেদান্ত ভারতী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| এদিনের অনুষ্ঠানে বেদান্ত ভারতী ট্রাস্টের চারটি সংশোধিত গ্রন্থ প্রকাশিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী| একইসঙ্গে বেদ ও উপনিষদকে সরল ভাষায় এবং বিশেষত শিশুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেদান্ত ভারতীর ভূয়শী প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী|
শঙ্করাচার্যের রচনা প্রশ্নোত্তর রত্নমালিকে থেকে নেওয়া বিবেকদীপনী শ্লোক সম্মিলিত উচ্চারণ অনুষ্ঠানে এক লক্ষ শিশু এদিন অংশ নিয়েছিলেন| অমিত শাহ এদিন বলেছেন, শঙ্করাচার্যের গ্রন্থ অধ্যয়নের মাধ্যমেই জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়া সম্ভব| আদি শঙ্করাচার্যের জীবন সম্পর্কে জানার চেষ্টা করা উচিত| স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জীবনের অদৃশ্য লক্ষ্য উপলব্ধি করার জন্য বিবেকদীপনী চেয়ে বড় পথপ্রদর্শক হতেই পারে না|
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বলেছেন, ভারতের কলা ও সংস্কৃতির প্রচারের জন্য অত্যাবশ্যক বিবেকদীপনী সরকারি বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ|
2020-01-19