একক বিজয় নয় এটা এক সম্মিলিত লড়াই এর বিজয়। এছাড়াও এই বিজয়ের নেপথ্যে আছেন বহু আইনজীবি এবং সাধারন মানুষ যাদের নাম মামলার রেকর্ডে নেই।এরা কেউ দিয়েছেন শ্রম, বিভিন্ন তথ্য,কেউ আর্থিক সহায়তা….

পোস্ট পোলিং ভায়োলেন্স নিয়ে (19/8/2021)মহামান্য ক্যালকাটা হাইকোর্টের ৫ জন বিচারপতিকে(জাস্টিস রাজেশ বিন্দাল,জাস্টিস আই পি মুখার্জী,জাস্টিস হরিশ ট্যান্ডন,জাস্টিস সৌমেন সেন, জাস্টিস সুব্রত তালুকদার) নিয়ে গঠিত লার্জার বেঞ্চ ১২৪ পাতার এক ঐতিহাসিক রায় দান করেন।এই রায়ে এই রাজ্যের প্রধান বিরোধি রাজনৈতিক দল বিজেপি অত্যন্ত খুশি।বিজেপির এন্টালির প্রার্থী এডভোকেট প্রিয়াংকা টেবরিওয়ালকে বিজয়ী হিসাবে অভিনন্দন জানিয়ে সোসাল মিডিয়ায় অজস্র পোস্ট। অনেকেরই একটা ভুল ধারনা হচ্ছে যে প্রিকাংকার একক লড়াই হাইকোর্ট থেকে এই বিজয়। নাহ এটা সম্পুর্ন ভ্রান্ত ধারনা।আমি প্রিয়াংকা টেবরিওয়ালের এই লড়াইকে সামান্যতম খাটো করে দেখাতে চাই না। প্রিয়াংকাকে অত্যন্ত সম্মানের সাথে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই এই আইনি লড়াই এর এক জন বিজয়ী লডাকু হিসাবে।কিন্তু অন্য যারা মহামান্য হাইকোর্টে আইনি লড়াইটা করেছেন তাদের কৃতিত্বকে অস্বীকার যারা পুরো না জেনে উল্লাস করছেন তাদের জ্ঞাত করার জন্যেই আমার আজকের এই পোস্ট।
পোস্ট পোলিং ভায়োলেন্স নিয়ে প্রথম মামলা(রিট পিটিশান ১৪২ অফ ২০২১) করেন ৪ ঠা মে ২০২১ তারিখে সুস্মিতা সাহা দত্ত। ৬ ই মে দ্বিতীয় রিট আবেদন করে( ১৪৩/২০২১)ন হাইকোর্ট প্রাক্টিশনার এডভোকেট অনিন্দ্য সুন্দর দাস। এই রিটে সওয়াল করেন সিনিয়ার আইনজীবি বিকাশ ভট্টাচার্য।
৬ই মে সন্ধ্যায় আমি ABP Ananda নিউজ চ্যানেলের আলোচনা সভায় এই মামলাকারীদের কথা উল্লেখ করেছিলাম।
এর পরে ৭ ই মে তৃতীয় মামলাটি করেন প্রিয়াংকা টেব্রিওয়াল মামলা করেন( রিট পিটিশান নং ১৪৪/২০২১)। পরপর পৃথক মামলা হয় মোট নটা। এইসব মামলার মধ্যে শেষ রিট পিটিশনার ছিলেন বেলেঘাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী এডভোকেট কাশীনাথ বিশ্বাস (রিট পিটিশান নং ১৬৭/২০২১)। এই সব মামলার মধ্যে রিটে হাইকোর্টে সওয়ালে পার্টিসিপেট করেন বালিগঞ্জের বিজেপি প্রার্থী লোকনাথ চ্যাটার্জি।প্রসংগত উল্লেখ্যে একজন মুসলিম মহিলাও নাম মারুফা বিবি(রিট পিটিসশান নাম্বার ১৪৯/২০২১) মামলা করেন। মারুফা বিবির হয়েও সওয়াল করেন বিকাশ ভট্টাচার্য।
৪০ জনের মত এডভোকেট এই নটা রিট পিটিশানে আবেদনকারীদের হয়ে মামলায় সওয়াল করেন।অপর পক্ষে রাজ্য সরকারের হয়ে রাজ্যের মাননীয় এডভোকেট জেনারেল কিশোর দত্ত, সুপ্রীম কোর্টের বিশিষ্ট এডভোকেট অভিষেক মনু সিংভি,কপিল শিবাল সহ বহু আইনজীবি।

আইনের প্রাংগনে এই বিজয় প্রিয়াংকা টেবরিওয়ালের একক বিজয় নয় এটা এক সম্মিলিত লড়াই এর বিজয়। এছাড়াও এই বিজয়ের নেপথ্যে আছেন বহু আইনজীবি এবং সাধারন মানুষ যাদের নাম মামলার রেকর্ডে নেই।এরা কেউ দিয়েছেন শ্রম, বিভিন্ন তথ্য,কেউ আর্থিক সহায়তা।
এক জন আইনের ছাত্র হিসাবে আইনের প্রাংগনে এই লড়াই যারা করে বিজয়ী হয়েছেন তাদের সবাইকে জানাই সশ্রদ্ধ অভিনন্দন বিশেষ করে যারা সর্ব প্রথম দুটো পৃথক মামলা করেন সেই সুস্মিতা সাহা এবং এডভোকেট অনিন্দ দাসকে। একজন ইসলামি নারী (মারুফা বিবি) যিনি নিজেও ছিলেন একজন রিট পিটিশনার তাকেও জানাই সশ্রদ্ধ জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন।
কৃতিত্ব সবার কিন্তু এককভাবে কাউকে কৃতিত্বের অধিকারী ভাবাটা শুধু মুর্খতা, ভ্রান্তিই নয় সেটা অন্যদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশের নামান্তর যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক।
এক্কেবারে নিচে উল্লেখ করলাম নটা রিট পিটিশানের আবেদনকারীদের নাম এবং কোন কোন পিটিশানারের হয়ে কোন কোন আইনজীবি আদালতে সওয়াল করেন।
★যে বন্ধুরা পুরো জাজমেন্টটা পড়তে চান আমায় হোয়াটসাপে জানালে দিয়ে দেব–9830856567
★★★Written by
G.C Mandal, Advocate
High Court at Calcutta
From Tollygunj
Ph 9830856567


1) WPA(P) 142 of 2021
Susmita Saha Dutta
Vs.
The Union of India and Ors.
with

2) WPA(P) 143 of 2021
Anindya Sundar Das
Vs.
Union of India and Ors.
with

3) WPA(P) 144 of 2021
Priyanka Tibrewal
Vs.
The State of West Bengal and Ors.
with

4)WPA(P) 145 of 2021
Pradipta Arjun
Vs.
Union of India and Ors.
with

5)WPA(P) 146 of 2021
Smt. Aparajita Mitra
Vs.
The Union of India and Ors.

6)WPA(P) 147 of 2021
Kuntal Mojumder
Vs.
Union of India and Ors.
with

7)WPA(P) 148 of 2021
Susheel Kumar Pandey
Vs.
State of West Bengal and Ors.
with

8)WPA(P) 149 of 2021
Marufa Bibi and Ors.
Vs.
State of West Bengal and Ors.
with

9)WPA(P) 167 of 2021
Kashinath Biswas
Vs.
Union of India and Ors.

পিটিশনারদের আইনজীবিদের নামঃ-

A) Mr. Bikash Ranjan Bhattacharjee, Senior Advocate with
M/s. Uday Sankar Chattopadhyay, Debapriya Samanta
Pronoy Basak and Santanu Maji, Advocates
..for the Petitioner(s) in WPA(P) 143 of 2021

B)Ms. Priyanka Tibrewal, Advocate
… Petitioner in-person in WPA(P) 144 of 2021

C)Mr. Mahesh Jethmalani, Senior Advocate with
Mr. Dhiraj Kumar Trivedi, Mr. Ravi Sharma,
Mr. Debu Choudhury, Mr. Shoumendu Mukherjee,
Mr. Praneet Pranav, Mr. Shaurya R. Rai,
Mr. Shailendra Kumar Mishra, Ms. Mugdha Pandey,
Ms. Jayeeta Dhar, Mr. Raja Satyajit Banerjee,
Mr. Abhishek Sarkar, Mr. Tanmoy Majumder and
Mr. Saket Sharma, Advocates
..for the Petitioner(s) in WPA(P) 145 of 2021

D)Ms. Pinky Anand, Senior Advocate with
Mr. Loknath Chatterjee, Mr. Sukanta Ghosh,
Ms. Saudamini Sharma and Ms. Kirti Dua Advocates
..for the Petitioner(s) in WPA(P) 146 of 2021

E)Ms. Souri Ghoshal and
Mr. Prasayan Mukherjee, Advocates
..for the Petitioner(s) in WPA(P) 147 of 2021

F)Mr. J. Sai Deepak and
Mr. Rishav Kumar Singh, Advocates
..for the Petitioner(s) in WPA(P) 148 of 2021

G)Mr. Bikash Ranjan Bhattacharjee, Senior Advocate with
Mr. Samim Ahmed, Mr. Arka Maiti and
Ms. Saloni Bhattacharya, Advocates
… for the Petitioner(s) in WPA(P) 149 of 2021

H)Mr. Rabi Sankar Chattopadhyay,
Mr. Uday Sankar Chattopadhyay,
Mr. Sayan Chattopadhyay, Mr. Soumen Banerjee,
Mr. Santanu Maji, Ms. Payel Shome and
Ms. Smriti Das, Advocates
… Petitioner(s) in WPA(P) 167 of 2021

কেন্দ্র সরকারের আইনজীবিদের নামঃ-

Mr. Y.J. Dastoor, Additional Solicitor General with
Mr. Phiroze Edulji, Mr. Bhaskar Prosad Banerjee,
Mr. Arijit Majumdar and Ms. Amrita Pandey, Advocates
..for the Union of India.

রাজ্য সরকারের আইনজীবিদের নামঃ-
Mr. Kishore Datta, Advocate General with
M/s. Sayan Sinha and Debashish Gosh, Advocates
..for the State.
Dr. Abhishek Manu Singhvi,
Mr. S.N. Mookherjee, Senior Advocates with
Mr. Sanjay Basu, Mr. Samik Kanti Chakraborty,
Mr. Amit Bhandari, Mr. Soumen Mohanty,
Ms. Ranjabati Ray and Ms. Shrivalli Kajaria, Advocates
..for the D.G. West Bengal.
Mr. Kapil Sibal, Senior Advocate with
Mr. Sanjay Basu, Mr. Apoorv Khator,
Mr. Adit S. Pujara, Mr. Soumen Mohanty,
Ms. Shrivalli Kajaria and Ms. Ranjabati Ray, Advocates
..for all Superintendents of Police.

ন্যাশানাল হিউম্যান রাইটস কমিশনের আইনজীবিরাঃ-

Mr. Subir Sanyal and Ms. Sumouli Sarkar, Advocates
..for the NHRC.

ইলেকশান কমিশনের আইনজীবিরাঃ-

M/s Sidhant Kumar, Manyaa Chandok,
Suvrodal Choudhury and Dipayan Chaudhury, Advocates
..for the ECI.

এছাড়াও ঃ-
Mr. Saptangsu Basu, Senior Advocate with
Mr. Soumava Mukherjee, Advocate
..for the Applicant in CAN 4 of 2021
in WPA (P) 142 of 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.