দক্ষিণ দিল্লি পুরনিগম এলাকার মহম্মদপুর গ্রামের নাম পাল্টে মাধবপুরম করেছেন দিল্লি বিজেপির সভাপতি। এবার রাজধানীর বুকে আরও ৪০টি এলাকার নাম বদলের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে চিঠি দিল বিজেপি। চিঠিতে এই এলাকাগুলিকে ‘দাসত্বের প্রতীক’ থেকে মুক্ত করার দাবি জানানো হয়েছে।
দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে মুঘল এবং আরব সংস্কৃতির সঙ্গে জড়িত নামগুলি পরিবর্তন করার কাজ শুরু হয়েছে। এবার বিজেপির তরফে দিল্লিতেও সেই চল চালু করার দাবি জানানো হল। হাউজ খাস, শাহিবাবাদ, নজফগড়ের মতো এলাকার নাম বদলে গুরু গোবিন্দ সিং, বাল্মীকি, রবিদাস থেকে শুরু করে লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে হয়ে মিলখা সিং, লতা মঙ্গেশকর, কারগিলে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রাদের নামে করার আবেদন জানানো হয়েছে।
আদেশ গুপ্তার দাবি, একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করতে কেজরিওয়াল সরকার নাম পরিবর্তনের প্রস্তাব পাস হয়ে গেলেও ব্যবস্থা নেয়নি। দিল্লিবাসীদের দাবি ও চাহিদা মেনে দাসত্বের প্রতীক থেকে মুক্তি দিতেই তাঁরা নিজেরা উদ্যোগ নিয়ে এই কাজ করেছেন।