ইতিহাস গড়ল ইসরো। এই প্রথমবার ভারতের কোনো বেসরকারি সংস্থার রকেট সফলভাবে উৎক্ষেপণ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। রকেটটি উৎক্ষেপণ করা হয় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সকাল সকাল ১১ টা ৩০ মিনিটে। যা, ভারতের মহাকাশে নিঃসন্দেহে নয়া মাইলস্টোন।
চলতি সপ্তাহে শুক্রবারে উৎক্ষেপিত রকেটের নাম বিক্রম-এস। এই রকেট নির্মাণকারী সংস্থার নাম হল স্কাইরুট এরোস্পেস। রকেটটি সফলভাবে উৎক্ষেপিত হয়ে যাওয়ার পরে এর সফলতা নিয়ে একটি টুইট করা হয় ইসরোর তরফে।
টুইটে লেখা থাকে, “মিশন প্রারম্ভ (Mission Prarambh) সফল হয়েছে”। স্কাইরুট স্পেসের তরফে করা একটি টুইটটে একটি ইউটিউব ভিডিওর লিঙ্ক সংযুক্ত করে জানানো হয়, “৮৯.৫ কিলোমিটার উচ্চতায় পৌঁছে গিয়েছে। উৎক্ষেপণ সংক্রান্ত যাবতীয় মানদণ্ড পূরণ করেছে বিক্রম-এস রকেট। ভারতের ক্ষেত্রে ইতিহাস তৈরি হয়েছে। দেখতে থাকুন”।