মোমিনপুরের হিন্দুদের উপর হামলার ঘটনায় নয়া মোড়। হিংসা নিয়ন্ত্রণে আনতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী।
কোজাগরী লক্ষ্মীপুজোয় দক্ষিণ কলকাতার মোমিনপুরে হিন্দুদের হিন্দুদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীর মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে। দোকানপাঠ লুঠ করার পাশাপাশি বাড়িঘরে ভাঙচুর চালায়। ইসলামিক মৌলবাদীদের তাণ্ডবের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও স্থানীয় সূত্রেও জানা গিয়েছে যে পুলিশ তড়িঘড়ি ছুটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।
সেই ঘটনা নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, ‘কোজাগরী পূর্ণিমার রাতে মোমিনপুরের হিংসায় দোকানপাট লুঠ, মোটরসাইকেল ভাঙচুর ও একবালপুর থানার দখল দুষ্কৃতীদের হাতে চলে যাওয়ার অর্থ হল, উলুবেড়িয়ার পাঁচলার ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা প্রবল। মমতা সরকারের তোষণের নীতি ও দুষ্কৃতী দমনে উদাসীনতার ফলে এই স্ফুলিঙ্গ দাবানলে রূপান্তরিত হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র’।
এরপরই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে শুভেন্দু লেখেন, ‘তাই আমি ভারত সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জি ও পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল শ্রী লা গণেশন জিকে চিঠি লিখে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে অবগত করিয়েছি। আমি অনুরোধ জানিয়েছি যে এই মূহুর্তেই যেন এই হিংসা হাতের বাইরে চলে যাওয়ার আগে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে আইন শৃঙ্খলা রক্ষা করা হয়’।