ধর্মীয় কারণে পাকিস্তানে ঘুরতে গিয়ে আইএসআইয়ের সঙ্গে আলাপ, পরবর্তীতে পাকিস্তানের গুপ্তচর সংস্থার এজেন্ট হয়ে গেলেন এই ভারতীয়!
আইএসআই-এর এজেন্ট সন্দেহে ওই ব্যক্তিকে রবিবার জয়সিলমীর থেকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম নবাব খান ওরফে নাবিয়া। বছর ৩৬-এর ওই ব্যক্তির বাড়ি জয়সলমীরের গঙ্গা সেটলমেন্ট এলাকায়। তাঁর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগ উঠেছে।
রাজস্থানের এডিজি (গোয়েন্দা) উমেশ মিশ্র জানিয়েছেন, ধর্মীয় কারণে মা-বাবার সঙ্গে পাকিস্তানে যায় নবাব। সেখানে তাঁর এক আত্মীয় তাকে আইএসআই-এর সঙ্গে দেখা করিয়ে দেয়। আরও জানা গিয়েছে, পাকিস্তানের একটি হোটেলে সেদেশের গুপ্তচর সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় নবাবের। তার পর সে পাকিস্তানে থেকে যায় কিছুদিন। টানা ২২ দিন আইএসআই তাঁকে প্রশিক্ষণ দেয়।
এর পর সে জয়সলমীরে ফিরে আসে। ফিরে এসে গত এক বছর ধরে পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধির উপর নজর রেখে তথ্য পাচার করত বলে অভিযোগ নবাবের বিরুদ্ধে।
জানা গিয়েছে, পুলওয়ামার জঙ্গি হামলার পর আইএসআই তাঁর কাছ থেকে আরও বেশি করে তথ্য চাইছিল।