নূপুর শর্মা দাবি করেছেন যে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়ের একটি টুইট করেন। তাতে ‘এডিট’ করা একটি ভিডিয়ো রয়েছে। তার থেকেই এই বিতর্কের সৃষ্টি বলে দাবি নূপুরের। তিনি বলেন, আমার বা আমার পরিবারের কোনও সদস্যের সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটলে জুবায়ের সম্পূর্ণ এবং এককভাবে দায়ী হবেন।’
সংবাদ সংস্থা এএনআই-কে নূপুর বলেন, ‘একজন তথাকথিত ফ্যাক্ট-চেকার আছেন যিনি গত রাতে আমার একটি ভিডিয়ো বেশি করে এডিট করে পোস্ট করেছেন এবং একটি বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি এই ভিডিয়ো পোস্ট করে পরিবেশ খারাপ করতে শুরু করেছেন। এই ভিডিয়ো পোস্ট হওয়ার পর থেকেই আমার এবং আমার পরিবারের সদস্যদের শিরশ্ছেদ করার হুমকি সহ মৃত্যু এবং ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।’
এর আগে শুক্রবার, জুবায়ের জ্ঞানবাপী মসজিদ মামলার উপর একটি টিভি বিতর্ক শো থেকে ৮৬ সেকেন্ডের একটি ক্লিপ টুইট করেন। সেখানে শর্মাকে নবি মহম্মদের বিয়ে নিয়ে মন্তব্য করতে শোনা যায় নূপুরকে। এরপরই নূপুর দিল্লি পুলিশকে ট্যাগ করে টুইট করে অভিযোগ করেন যে জুবায়ের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছেন।