কৌশিক বসু কি আগামী দিনে অমিত মিত্রের জায়গা নিচ্ছেন? রোজ একটা করে সাক্ষাৎকার? মনের মত প্রশ্ন, আর তাঁর মনের মত উত্তর দিচ্ছেন স্যার l আপনার সাক্ষাৎকার পড়ে একটা একটা কাল্পনিক সাক্ষাৎকার লিখে ফেলতে বাধ্য হলাম l মাপ করবেন স্যার 🙏
ধরা যাক, 1970 তে মৃনাল সেনকে জিজ্ঞাসা করা হল, উত্তম কুমারের গত 17 বছরের সব সিনেমা সুপার ফ্লপ হল কিভাবে? মৃনাল সেন উত্তর দিলেন, আমার সঙ্গে আলোচনা করলে হত না l আমি ওকে হাঙ্গেরি বা ইতালি বা কিউবার ছবি থেকে অভিনয় শিখতে বলতাম l
পরের প্রশ্ন, আপনার কি মনে হয় না সুচিত্রা সেন উত্তম কুমারের সঙ্গে একদম বেমানান? উত্তর, হ্যা সুচিত্রা আমাকে জিজ্ঞাসা করলে আমি ওকে উৎপল দত্তের বিপরীতেই রোমান্টিক চরিত্রের পাঠ করতে বলতাম l
তৃতীয় প্রশ্ন, আপনার কি মনে হয় না উত্তম কুমারের হাত ধরে বাংলার সিনেমা রসাতলে যাচ্ছে l উনি বললেন, হ্যা আগামী দিনে রোমান্টিক সব চরিত্রে উৎপল দত্ত, নৃপতি চ্যাটার্জী, অনুপ কুমার, চিন্ময় এবং রবি ঘোষকে দেয়া উচিৎ l তাঁরা অভিনয় করবেন সুচিত্রা, সুপ্রিয়া, মাধবী, সাবিত্রীদের বিপরীতে l চতুর্থ প্রশ্ন, আপনার মতে বাংলা সিনেমা কিভাবে ঘুরে দাঁড়াতে পারে? উত্তর, চারু মজুমদারকে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির দায়িত্ব দেয়া উচিৎ l চারুবাবু রাজি না হলে, ওই ছাত্র বুদ্ধু আছে।
সুদীপ্ত গুহ