সম্প্রতি আমেরিকার একটি রিপোর্টের মাধ্যমে জানাল আইএসেতে কম করে ৬৬ জন ভারতীয় বংশোদ্ভূত জঙ্গির খোঁজ পাওয়া গিয়েছে। এই রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকান বিদেশ দফতর। ওই রিপোর্টে সন্ত্রাস রুখতে ব্যর্থ হওয়ার কারণে পাকিস্তানকে ফের আরও একবার তুলোধোনা করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, পাক গুপ্তচর সংস্থা আইএসআই জঙ্গি নির্বাচন থেকে শুরু করে তাদের প্রশিক্ষণ দেওয়া, অর্থ সাহায্য করা, এছাড়াও বিভিন্ন সন্ত্রাসমূলক কাজকর্মে উৎসাহ দেওয়া ইত্যাদি সবকিছুই পরিচালনা করে আসছে। ওই মার্কিন রিপোর্টের দাবি, এখনও পর্যন্ত বিশ্বজুড়ে কমপক্ষে ২০০ টি জঙ্গি দাপিয়ে বেড়াচ্ছে। এই রিপোর্টের প্রসঙ্গে আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের রেজ়োলিউশন ২৩০৯ ও ইউএনএসসিআর ২৩০৯ প্রয়োগের ক্ষেত্রে ভারত সর্বদা সহযোগিতা করে চলেছে আমেরিকার সঙ্গে।
এর মাধ্যমে বিমানে যাতায়াত করা যাত্রীদের সবভাবে নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে। সেইসঙ্গে বিমানের মধ্যে থাকা অন্যান্য সামগ্রীর ক্ষেত্রে পরীক্ষার জন্য বাধ্যতামূলকভাবে ভারত ডুয়েল স্ক্রিন এক্স-রে ব্যবহার করে থাকে। এর জন্য আমেরিকা আলাদা করে ভারতের সুখ্যাতি করেছে। এই সমস্ত কিছুর পাশাপাশি ভারতের সন্ত্রাসবিরোধী এএনআই ও অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি ঢালাও প্রশংসা পেয়েছে, আমেরিকার ওই রিপোর্টে। এই প্রসঙ্গে ওই রিপোর্টে জানানো হয়েছে, এএনআই সেপ্টেম্বরের শেষের দিকে আইএস সম্পর্কিত ৩৪ টি ঘটনার তদন্ত চালিয়েছে। যার জেরে গ্রেফতার করা হয়েছে মোট ১৬০ জনকে। পশ্চিমবঙ্গ, কেরল থেকে ১০ জন আল-কায়েদা জঙ্গিকে গ্রেফতার করা হয় ১৯ থেকে ২৬ শে সেপ্টেম্বর এর মধ্যে।