ঠিকই শুনেছেন৷ দেশ জোড়া ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে রেলমন্ত্রক৷ তাও মাত্র ১০ টাকায়৷ আইআরসিটিসির পক্ষ থেকে এই অফার দেওয়া হচ্ছে৷ রাখা হয়েছে ১০০টি ট্যুর প্যাকেজ৷
আইআরসিটিসি এজেন্ট স্কিম: ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে ট্রেনে করে ধর্মীয় স্থানে ভ্রমণের চাহিদা বাড়ছে৷ সেই সুযোগকে সামনে রেখে ভারতীয় রেল বেশ কিছু প্যাকেজের ব্যবস্থা করেছে৷ সঙ্গে সহযোগিতায় রয়েছে আইআরসিটিসি৷ এই ট্যুর প্যাকেজের শুরু হচ্ছে মাত্র ১০ টাকাতে৷ সর্বোচ্চ প্যাকেজ মূল্য ৩৯হাজার ২৯০টাকা৷
আইআরসিটিসির ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে৷ ১০ টাকায় ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ নিয়ে আইআরসিটিসির বক্তব্য ভারতীয় রেলের ইতিহাসে এটি আকর্ষণীয় অফার৷ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে যাত্রীদের সামনে দুর্দান্ত অফার তুলে ধরেছে রেল৷ আর এত কম দামে যাত্রীরা ভ্রমণের সুযোগ পাচ্ছেন, যা একমাত্র ভারতীয় রেলেই সম্ভব৷
জানা গিয়েছে, আইআরসিটিসি থেকে অনলাইনে টিকিট কাটলে গারহি হারসারু থেকে হরিয়ানার ফারুকনগর পর্যন্ত এক দিকের টিকিটের ভাড়া নেওয়া হবে ১০ টাকা৷ প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য একই মূল্য ধার্য করা হয়েছে৷ স্টিম ইঞ্জিন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে৷ এর নাম দেওয়া হয়েছে হেরিটেজ রাইড৷
৩৯ হাজার ২৯০ টাকার প্যাকেজে থাকছে নব জ্যোর্তিলিঙ্গ যাত্রা, এর মধ্যে থাকছে মহাকালেশ্বর, ওমকারেশ্বর, সোমনাথ, ভীমশঙ্কর, ত্র্যম্বকেশ্বর, গ্রুশনেশ্বর, অয়ুন্ধ নাগনাথ, পারলি বৈজিনাথ, মল্লিকার্জুনাস্বামী৷ মাদুরাই থেকে এই যাত্রা শুরু হচ্ছে৷ আইআরসিটিসি জানাচ্ছে এই গোটা যাত্রায় যাত্রীদের স্বাচ্ছন্দের ও নিরাপত্তার বিষয়টি সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে৷