ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি নরিন্দর বাত্রা কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজুকে চিঠি দিয়েছেন, শুটিং বাদ দেওয়ার কারণে ইউনাইটেড কিংডম-এর কমন ওয়েলথ গেমস (সিডাব্লুজি) ২০২২ বয়কট করার আহ্বান জানিয়েছেন। রিজিজুকে সম্বোধন করা চিঠিতে বাতরা বলেন যে, আইওএ সিদ্ধান্ত নিয়েছে যে ভারত চলতি বছরের 3 থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত রুয়ান্ডা, কিগালিতে সিডাব্লুজিতে অংশ নেবে না। বাত্রা বলেন, আইওএ সিদ্ধান্ত নিয়েছে যে সিডাব্লুজি নির্বাচন থেকে যথাক্রমে ভিপি আঞ্চলিক ও সদস্য ক্রীড়া কমিটির জন্য রাজীব মেহতা এবং নামদেব শিরাওনকারের নাম প্রত্যাহার করা হবে। "আমরা ইউকেতে ২০২২ সিডাব্লুজি গেমসে অংশ না নিয়ে আমাদের প্রতিবাদটি প্রকাশ করতে চাই। সিডাব্লুজিকে বোঝাতে চাই যে ভারতকে আর চাপ দেওয়া যাবে না এবং সিডাব্লুজিতে একটি বিশেষ মানসিকতা সম্পন্ন লোকদের বুঝতে হবে যে ভারত তার স্বাধীনতা পেয়েছে ১৯৪৭ সালে এবং ভারত আর কারও উপনিবেশ নয় এবং এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ।" - চিঠিতে বলা হয়েছে। আইওএ সভাপতি আরও বলেছিলেন যে শুটিং বিভাগে ভারত বেশিরভাগ পদক অর্জন করেছে এবং এটিকে সরিয়ে দিলে ভারতের অবস্থান নেমে আসবে। বাত্রা এও উল্লেখ করেছিলেন যে সিডাব্লুজি এক্সিকিউটিভ কাউন্সিল বা সিডাব্লুজির কোনও কার্যকরী কমিটিতে ভারতের কোনও সদস্য নেই। বাত্রা অবশ্য স্বীকার করেছেন যে অ্যাথলেট, অংশীদার এবং সরকারের সাথে বিষয়টি নিয়ে এখনও আলোচনা হয়নি। তিনি বলেছিলেন যে যখনই শ্যুটিংয়ে ভারতের অবস্থান ভাল হয় তখনই গোলপোস্ট স্থানান্তরিত হয় বা নিয়ম পরিবর্তন করা হয়। তিনি বলেন, এবার সময় হয়েছে নিজেদের অবস্থান স্পষ্ট করার এবং প্রশ্ন তোলার।
2019-07-28