দেশ থেকে সব ধরনের সাধারণ আন্তর্জাতিক উড়ান পরিষেবা আগামী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। বুধবার এমনটাই জানিয়েছে ডায়রেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। শুক্রবার এক নির্দেশিকা জারি করে ডায়রেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই অবধি থাকবে।
ভারতে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আন্তর্জাতিক পণ্যবাহী বিমান পরিষেবা এবং ডিজিসিএ অনুমোদিত বিশেষ বিমান পরিষেবা চালু থাকবে। এর আগেও বেশ কয়েকবার আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
2021-06-30