নূপুর শর্মা ইস্যুতে উত্তাল সারা দেশ। এই মামলার আঁচ ছড়িয়েছে আন্তর্জাতিক স্তরেও। প্রসঙ্গত, বিজেপির দুই মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে অভিযোগ করেন যে, মুসলিমদের নবী মহম্মদের বিরুদ্ধে তাঁরা ‘অবমাননাকর’ মন্তব্য করেছেন। এই মন্তব্যকে কেন্দ্র করেই যেখানে উত্তাল দেশের অন্য কিছু অংশ, সেখানে এবার এই ঘটনার আঁচ পাওয়া গেল বাংলার মাটিতেও।
হাওড়া জেলার অঙ্কুরহাটির ১১৬ নং জাতীয় সড়কে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দেখা গেল বিক্ষোভ প্রদর্শন। উল্লেখ্য, টানা ৩ ঘণ্টা বিক্ষোভ প্রদর্শিত হয়েছে হাওড়ার কিছু ক্ষুদ্ধ মুসলিমদের তরফে। জানা গেছে, বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফে পোড়ানো হয়েছে টায়ার, করা হয়েছে রাস্তা অবরোধ। যার ফলে, ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ অবরোধ প্রদর্শিত হওয়ার কারণে বোম্বে রোডে দেখা দেয় বিশাল যানজট। এই অবস্থায়, ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সেখান থেকে তোলে ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে, এই ইস্যুতে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি টুইট করে বলে, “আমি কিছু বিজেপি নেতার সাম্প্রতিক জঘন্য ও নৃশংস ঘৃণাসূচক মন্তব্যের নিন্দা জানাই। এই ধরনের বক্তব্যে শুধু হিংসার বাতাবরণই তৈরি হয় না, দেশের সৌহার্দ্যের পরিবেশ বিভাজিত হয়। শান্তি ও বন্ধুত্বে তা বিঘ্ন ঘটায়। আমি জোরালোভাবে দাবি জানাচ্ছি, বিজেপির অভিযুক্ত নেতাদের অবিলম্বে গ্রেফতার করা হোক। যাতে দেশের ঐক্য বিঘ্নিত না হয় এবং সাধারণ মানুষ মানসিক যন্ত্রণার সম্মুখীন না হন”।
2022-06-09