চিটফান্ড মামলায় আদালতের তরফে জারি হল নির্দেশিকা। কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হল যে, তাঁরা যেন শীঘ্রই চিটফান্ড মালিকদের হাজির করান। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যাযের ডিভিশন বেঞ্চের তরফে। উল্লেখ্য, এই তালিকায় রয়েছে এমপিএস সহ আরও ৪টি চিটফান্ড সংস্থার মালিকের নাম। এদের না হল যথাক্রমে- গুলশন গ্রুপ অফ কোম্পানিজ, আইনোভা, প্রিমিয়ার অ্যাগ্রো ও ফিডেক্স ইন্ডাস্ট্রি। এমপিএস-এর জেলবন্দী ডিরেক্টরদেরও আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই চিটফান্ড কোম্পানিগুলোর তরফেই কোনো আইনজীবী আদালতে না থাকায় ‘একপাক্ষিক’ শুনানি চলছে। এই কারণেই, আমানতকারীরা তাঁদের প্রাপ্য টাকাও ফেরত পাচ্ছেন না। এ প্রসঙ্গে আমানতকারীদের আইনজীবী বলেছেন, “এমপিএসের মামলায় আগে আদালতে আইনজীবী দাঁড়াতেন৷ কিন্তু এখন কোনও আইনজীবীকেই দাঁড়াতে দেখা যাচ্ছে না৷ আমাদের তরফে আমরা জানিয়েছি। এমপিএসের পাঁচজন ডিরেক্টর আপাতত দমদম সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন৷ তাঁদেরও পরের শুনানির দিন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে”।
উল্লেখ্য, চিটফান্ড সংস্থা সংক্রান্ত অভিযোগের মামলা বহুদিন ধরেই আদালতে চলছে। কিন্তু, চিটফান্ড সংস্থাফুলির মালিক বা আইনজীবীরা কেউই আদালতে উপস্থিত না থাকায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া অতিরিক্ত ধীরগতিতে চলছে। ফলত, আমানতকারীরা তাঁদের টাকা ফেরত পাচ্ছেন না। মালিকপক্ষের তথা মালিকপক্ষের আইনজীবীদের এই ধরণের আচরণে হাইকোর্ট ক্ষুব্ধ হয়ে পুলিশ কমিশনার ও এডিজি সিআইডিকে নির্দেশ দিল, তাঁরা যেন আগামী শুনানিতে চিটফান্ড সংস্থাগুলোর মালিকদের হাইকোর্টে হাজির করতে উপযুক্ত পদক্ষেপ নেন এবং হাজির করেন।
2021-07-07