পূর্ব লাদাখে চলতি উত্তেজনার মধ্যে আগামীকাল থেকে ফের আলোচনায় বসতে চলেছে ভারত ও চিনের সেনাবাহিনীর কমান্ডার লেবেলের অফিসাররা।
সূত্রের খবর, আগামীকাল মঙ্গলবার বা বুধবার কমান্ডার লেবেলের ওই বৈঠকে উভয়পক্ষই উত্তেজনা কমাতে শান্তিপূর্ণ ভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পিছু হঠার সিদ্ধান্ত নেবে। এটি কমান্ডার লেবেলের তৃতীয় বৈঠক। এর আগে দুটি বৈঠক চিনের সীমান্ত অঞ্চল মলডোতে হয়েছিল। আগামীকালের বৈঠকটি ভারতের সীমান্ত অঞ্চল চুসুলে হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, শেষ দুটি কমান্ডার লেবেলের বৈঠক হয়েছিল ৬ জুন ও ২২ জুন। ৬ জুন বৈঠকে ভারতের প্রতিনিধি হিসেবে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিংহ। কিন্তু সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। ওই বৈঠকের পরই ১৫ জুন গলওয়ান উপত্যকায় চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন জওয়ান শহীদ হন। তারপর থেকেই দু’দেশের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরপর ২২ জুনের বৈঠকেও দু’তরফের দিক থেকে কোনও সমাধান সূত্র বের হয়নি।