নতুন বছরের প্রথম দিনই রক্তাক্ত উপত্যকা। শ্রীনগর ও রাজৌরিতে জোড়া হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ৪ জন হিন্দু কাশ্মীরির মৃত্যু হয়েছে। গুরুতর জখম ৯ জন ভর্তি হাসপাতালে। গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
রবিবার প্রথম হামলা হয় শ্রীনগরে। গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। তাতে ৬ জন জখম হন। দ্বিতীয় হামলা হয় রাজৌরির ডাংরি গ্রামে। ভর সন্ধেবেলা ২ বন্দুকবাজ গ্রামের তিনটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। প্রথমে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে রাজৌরির মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাণ হারান আরও ২ গ্রামবাসী।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতরা সকলেই হিন্দু। তাঁদের নাম দীপক কুমার, সতীশ কুমার, প্রীতম লাল ও শিব পাল। গত দু’ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার জঙ্গি হামলা ঘটল রাজৌরিতে। এর আগে ১৬ ডিসেম্বর সেনা ক্যাম্পের বাইরেই জঙ্গি হামলায় ২ জনের মৃত্যু হয়েছিল। নববর্ষের প্রথম দিন এমন ঘটনায় ডাংরি গ্রামের প্রধান প্রশাসনের উপর বেজায় ক্ষুব্ধ। তাঁর অভিযোগ, নিরাপত্তার যথেষ্ট গাফিলতি রয়েছে। নিরীহ গ্রামবাসীদের সুরক্ষা নিয়ে প্রশাসনের কোনও মাথাব্যথা নেই বলে অভিযোগ।