এবার ভারতের মাটিতেই তৈরি হচ্ছে যুদ্ধ জাহাজ। এই জাহাজ তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। এই যুদ্ধ জাহাজের নাম ‘মোরমুগাও’ বলে জাজ গেছে। উল্লেখ্য, এই যুদ্ধ জাহাজ বিভিন্ন বিধ্বংসী ক্ষেপনাস্ত্র বহনে সক্ষম এবং একইসঙ্গে ধ্বংস করে দিতে পারে শক্তিশালী সাবমেরিনও।
চিন নিজের গুপ্তচর জাহাজ ভারত মহাসাগরে পাঠানোর পর থেকে ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক বিবাদের অন্ত নেই। তারপরে, সম্প্রতি অরুণাঞ্চল প্রদেশের তাওয়াঙ্গ এলাকায় হওয়া বিবাদের দুই দেশের মধ্যে উপস্থিত কূটনৈতিক সম্পর্কে আরও অস্বস্তি বাড়িয়ে দেয়। ঠিক এই অবস্থায়তেই ‘অগ্নি ৫’-এর মহড়ার ক ও স্বদেশী যুদ্ধ জাহাজ ‘মোরমুগাও’ সামিল হওয়ার খবর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
জানা গেছে, ১৬৩ কিমি দীর্ঘ ও ১৭ মিটার প্রশস্ত জাহাজটির নামকরণ করা হয়েছে গোয়ার এক ঐতিহাসিক বন্দর শহরের নামেতে। জাহাজটির ওজন প্রায় ৭ হাজার ৪০০ টন বলে জানা গেছে।’ওয়ারশিপ ডিজাইন ব্যুরো’ যুদ্ধ জাহাজ ‘মোরমুগাও’-এর ডিজাইন করেছেন এবং মুম্বাইয়ের মঝগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড এটির নির্মাণ করেছে। প্রায় ১ বছর ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পরে অবশেষে এটিকে নৌসেনার অংশ করা হয়েছে।