দেশের সামরিক বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত বুধবার ভারতীয় নৌ যুদ্ধ জাহাজ “বজ্র” দেশের সৈন্যবাহিনীতে তুলে দিলেন। এদিন চেন্নাইয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মহা নির্দেশক কে নটরাজনের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই যুদ্ধজাহাজ তুলে দেওয়া হয়। উপকূল রক্ষার ক্ষেত্রে এ নিয়ে ষষ্ঠ দেশীয় জাহাজ সেনাবাহিনীতে যুক্ত হলো।এই জাহাজটি দেশীয় সংস্থা লারসন এন্ড টুব শিপ-বিল্ডিং লিমিটেড তৈরি করেছে। দেশীয় তে অত্যাধুনিক ব্যবস্থাপনায় এই যুদ্ধজাহাজটি নির্মাণ করা হয়েছে। জাহাজের মূল রক্ষক হিসেবে একটি ৩০ মিলিমিটার বন্দুক লাগানো হয়েছে। এছাড়া ২এফ সিএস নিয়ন্ত্রিত ১২.৭ মিলিমিটার রিমোট কন্ট্রোল বন্দুক জাহাজে রয়েছে। এই সমস্ত অত্যাধুনিক অস্ত্রালি কারণে যুদ্ধক্ষেত্রে লড়াই করার সুবিধা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
2021-03-24