বাংলায় ফের গণধর্ষণের শিকার নাবালিকা। এবার ঘটনাস্থল শান্তিনিকেতন। মেলা থেকে তুলে নিয়ে গিয়ে চার-পাঁচজন যুবক মিলে নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। নির্যাতিতাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে বড়োডাঙা গ্রামে চড়কের মেলায় গিয়েছিল ওই নাবালিকা। সেখানে বান্ধবীর সঙ্গে দেখা হওয়ায় মাঠের এক ধারে বসে গল্প করছিল। সেখানেই আচমকা হাজির হয় ৫ জন যুবক। ওই নাবালিকাকে বেধড়ক মারধর করে তুলে নিয়ে যায় পাশের নদীর চড়ে। সেখানেই তাকে গণধধর্ষণ করে ফেলে চলে যায় তারা।
এই ঘটনা দেখে সেখান থেকে পালায় নাবালিকার বন্ধু। সেই অন্যদের খবর দেয়। মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় লোকজন। নাবালিকাকে বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শান্তিনিকেতন থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
শুক্রবার সকালে ঘটনাস্থলে যান বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। তিনি বলেন, ‘আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত হচ্ছে। মেলা থেকে ফেরার পথে তিন চার জন ছেলে ওই নাবালিকার উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ। মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে’।