CAA পাশ হল। নাগরিকের আইন। উদ্বাস্তুদের অধিকার হল ক্যাব। CAA হল রাষ্ট্রপতির অনুমতিতে। তিন দেশ হতে আসা অত্যাচারিত শরণার্থীরা আলো খুঁজে পেলেন। কিন্তু বাধ সাধলেন কে বা কারা? যাঁরা ভোটের জন্য রাজনীতি করেন তাঁরা। আর যাঁরা পেট্রল খেয়ে ডলার পায় তাঁরা। তার মধ্যে নটনটী, হলুদ মিডিয়া বা খুচরো ছড়া লেখা সস্তার কবি। তাঁদের উস্কানি ও ভুল বোঝানোতে দেশে ব্যাপক হিংসার প্রসার ঘটেছে।
কিন্তু দেশে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষজন ক্রমাগত তারই মধ্যে ক্যাবের সমর্থনে মিটিং, মিছিল , নানা সেমিনার করে গেছেন। না তাঁদের গায়ে কোনো রাজনৈতিক রঙের ছাপ নেই। তাঁরা উদ্বাস্তু মানুষের যন্ত্রণাকে উপলব্ধি করেছেন তাই হিংসার মধ্যেও শান্ত হয়ে আইনের প্রয়োজনিয়তাকে উপলব্ধি করেছেন।
কলকাতা থেকে ব্যাঙ্গালোর হয়ে ব্রিটেন বা আমেরিকা বা কাশ্মীর হ্যাঁ কাশ্মীর মায় অসমও ক্যাবের সমর্থনে দাঁড়িয়েছে। দাঁড়িয়েছেন আম জনতা। তাই জন্যই আজ টুইটারে #IndiasupportsCAA আপামর বিশ্বে প্রথম স্থানে ট্রেন্ডিং হচ্ছে। যত লোক বিরুদ্ধে নেমেছে তার থেকে অনেক বেশি লোক সমর্থনে নেমেছেন। হলুদ মিডিয়া কি দেখাবে সেই খবর?
বর্তমানে টুইটারে #IndiaSupportsCAA ট্রেন্ডিং এর স্থান –
Worldwide Rank : 1
Tweets – 6lakh+
Reach – 39.1B
( 1B is 1000M,
1M is 10,00,000)
So our reach is –
39,10,00,00,000
প্রসঙ্গত শ্রী নরেন্দ্র মোদী দেশ জোড়া CAA আইনের পক্ষে উক্ত হ্যাসট্যাগ ব্যবহার করে, তিনি সকলকে আইনটিকে সমর্থন জানানোর জন্য আবাহন করেছেন।