মিরাটের চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটিতে “অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলন এবং প্রদেশিক আয়ুর্বেদ সম্মেলন”-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করে, আদিত্যনাথ বলেন ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা শাস্ত্রগুলোর সামনে গৌরবময় দিন আসছে। তিনি আরো বলেন যে প্রধানমন্ত্রী মোদি আয়ুর্বেদ, যোগ‚ নেচারোপ্যাথি‚ উনানি‚ সিদ্ধা এবং হোমিওপ্যাথির মতো প্রচলিত চিকিৎসা শাস্ত্রের অনুশীলনের জন্যে আয়ুষ মন্ত্রকের প্রতিষ্ঠা করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী বলেছিলেন যে তিন দিনের সম্মেলনে বিভিন্ন আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে আলোচনা হবে।
সেখানে এক জেলা-এক পণ্য” উদ্যোগের একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখর, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী বলেন যে যোগ সমগ্র বিশ্বকে যুক্ত করেছে এবং এই ভারতীয় ঐতিহ্যের সাথে বিশ্বকে পরিচয় করিয়ে দেওয়ার এবং আয়ুর্বেদকে প্রচার করার জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানান। ২০১৫ সাল থেকে সারা পৃথিবী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে উদযাপন করছে বলেও তিনি স্মরণ করিয়ে দেন।
মুখ্যমন্ত্রী বলেন যে সকলেই কোভিড মহামারী চলাকালীন আয়ুর্বেদের মূল্য স্বীকার করেছেন এবং বলেছিলেন, “যদি BAMS (ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) ডাক্তাররা চান তবে তারা এটিকে যোগব্যায়াম এবং প্রাকৃতিক চিকিৎসার সাথে একসাথে করে স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র পরিচালনা করতে পারেন।”
তারা ঔষধি গাছ চাষের মাধ্যমে হাজার হাজার কৃষকের আয় বাড়াতেও সাহায্য করতে পারে বলে জানান তিনি।
উত্তরপ্রদেশ আয়ুর্বেদের দেশ বলে উল্লেখ করে আদিত্যনাথ বলেন, “এটি আয়ুর্বেদের জনক ভগবান ধন্বন্তরীর দেশ…. ডাবল ইঞ্জিন সরকারের প্রচেষ্টার ফলে আয়ুর্বেদ নতুন উচ্চতার শিখর ছুঁয়ে যাবে।”