গোটা দেশে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে করোনা(corona)। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ সংক্রমণের নয়া রেকর্ড। একদিনে করোনা আক্রান্ত হলেন ৪০ হাজারের বেশি মানুষ। এরই পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে গোটা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তর সংখ্যা ১১ লক্ষের গণ্ডি পার করেছে।
লাগামছাড়া সংক্রমণ গোটা দেশে। দেশের কোণায়-কোণায় বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। সোমবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুয়ায়ী দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লক্ষ ১৮ হাজার ৪৩। দেশে করোনায় মৃত বেড়ে ২৭ হাজার ৪৯৭। এখনও পর্যন্ত দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৯০ হাজার ৪৫৯টি। ৭ লক্ষেরও বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন।
দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে করোনা। যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে রীতিমতো আতঙ্কে বিশেষজ্ঞরাও। তাঁদের অনেকেরই দাবি, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।
আশঙ্কা বাড়িয়ে এবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনেরও কেউ কেউ বলছেন, দেশে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। আগে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও তাঁর রাজ্যের কয়েকটি এলাকায় গোষ্ঠী সংক্রমণের কথা জানিয়েছিলেন। তবে কেন্দ্রের তরফে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরুর বিষয়টি নিয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।
বেলাগাম সংক্রমণে থর-হরি কম্প দশা গোটা দেশে। মহারাষ্ট্রেই এখনও পর্যন্ত দেশের মধ্যে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে। সোমবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে ৩ লক্ষ ১০ হাজার ৪৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৫৪ জনের। সংক্রমণ মোকাবিলায় মুম্বই,পুণে-সহ রাজ্যের বিভিন্ন এলাকার কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন চলছে।
মহারাষ্ট্রের পরেই দেশের মধ্যে করোনার সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে তামিলনাড়ুতে। দক্ষিণের এই রাজ্যে সোমবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৭০ হাজার ৬৯৩। তামিলনাড়ুতে করোনায় মৃত বেড়ে ২৪৮১।
মোট সংক্রমণের নিরিখে তালিকায় তৃতীয় হলেও লাগাতার মনিটরিং কাজ দিয়েছে দিল্লিতে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে খানিকটা হলেও লাগাম টানা সম্ভব হয়েছে। সোমবার সকাল পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ২২ হাজার ৭৯৩।
এছাড়াও অন্ধ্রপ্রদেশ, গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণে বেড়ি পরাতে এই রাজ্যগুলির কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন জারি রাখা হয়েছে।