ভারতে আগামী ১৬ জানুয়ারি শুরু হতে চলেছে করোনাভাইরাসের টিকাকরণ। পাশাপাশি ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা কমেই চলেছে, কমছে মৃত্যুও। এমতাবস্থায় নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন প্রজাতি (স্ট্রেন)। ভারতে নতুন করোনা-প্রজাতির সংক্রমণে কোনও ভাবেই রাশ টানাই যাচ্ছে না, আতঙ্ক বাড়িয়ে দেশে করোনাভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১০৯-এ। গত ১১ জানুয়ারি পর্যন্ত ভারতে নতুন করোনা-স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ছিল ৯৬, বৃহস্পতিবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ১০৯।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে করোনাভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ১০৯-এ পৌঁছে গিয়েছে। করোনার নতুন স্ট্রেন নিয়ে ভারতে আতঙ্ক ক্রমশই বাড়ছে। করোনার নতুন স্ট্রেন নিয়ে আতঙ্ক বিরাজমান ব্রিটেনে, নতুন করে কড়া লকডাউন চলছে সেই দেশে। ব্রিটেন থেকে ছড়িয়ে পড়া এই নয়া স্ট্রেনের করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বিভিন্ন পদক্ষেপ করেছে ভারত সরকার। তা সত্ত্বেও সংক্রমণে রাশ টানাই যাচ্ছে না।
2021-01-14