চিনের সঙ্গে সম্পর্কের অবনতি পাশাপাশি চিন-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যেও প্রভাব পড়ছে। সম্প্রতি চিন থেকে পণ্য আমদানি কমেছে ১৩ শতাংশ এবং অন্যদিকে রফতানি বেড়েছে ১৩ শতাংশ।
ভারত-চিন সীমান্তে গত কয়েক মাস ধরে উত্তেজনা দেখা যাচ্ছে। চিনা পণ্য বয়কট এর আওয়াজ উঠেছে ভারতের অভ্যন্তরে। বিভিন্ন উৎসবে যেভাবে চিনা পণ্য ভারতের বাজার দখল করে নিত সেটা এবারে করা যায়নি। ফলে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত যা অবস্থা তাতে চিন থেকে ১৩ শতাংশ কম পণ্য এসেছে।
তবে এই সীমান্ত জটিলতার মধ্যে ও ভারত থেকে চিনে পণ্য রফতানি পরিমাণ বেড়েছে। যদিও এই বিষয়ে চিনা সংবাদমধ্যমের বক্তব্য,বাণিজ্যের সঙ্গে সীমান্ত সমস্যাটিকে মিশিয়ে ফেলা উচিত নয়। আর সেই কারণেই ভারত থেকে পণ্য আমদানিতে তাদের কোন সমস্যা হচ্ছে না।
গ্লোবাল টাইমসের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত চিন থেকে ভারতে ৫৯০০ কোটি মার্কিন ডলারের পণ্য এসেছে। প্রায়১৩ শতাংশ কম। অক্টোবর পর্যন্ত এই পরিসংখ্যান ছিল ১৬.২ শতাংশ। অন্যদিকে নভেম্বর পর্যন্ত ভারত থেকে চিনে পণ্য গিয়েছে ১৯০০ কোটি মার্কিন ডলার। যা আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।
এই বিষয়ে ভারতের মনোভাবকে গ্লোবাল টাইমস গোড়া এবং সংকীর্ণ বলে উল্লেখ করেছে। কারণ চিনা পণ্যের উপর ভারত শুল্কের বাড়তি বোঝা চাপিয়ে তারই পরিচয় দিয়েছে বলে জানিয়েছে। বর্তমানে ভারত-চিন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৯২৮৯ কোটি ডলার।