চিন (China) বরাবর ভারতের সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অনভিপ্রেত ঘটনা ঘটেছে ঠিকই, তবে আলোচনার মাধ্যমে স্থিতাবস্থা আসবেই। জানিয়ে দিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণে (Mukunda Narvane)। শনিবার সকালে দেহরাদূনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ভারতীয় সেনায় যোগ দেন ৩৩৩ জন অফিসার। তার আগে প্যারেডে অংশ নেন ৪২৩ জন অফিসার। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেনাপ্রধান জানান, ‘আমি প্রত্যেককে আশ্বস্ত করতে চাই, চিন বরাবর আমাদের সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কর্পস কমান্ডার স্তরে আমরা লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছি এবং স্থানীয় স্তরে কমান্ডার ও সম পদমর্যাদায় বৈঠক চলছে।’ সেনাপ্রধান আরও জানান, অনভিপ্রেত ঘটনা ঘটেছে ঠিকই, তবে আমরা আশাবাদী আলোচনার মাধ্যমে স্থিতাবস্থা আসবে। সমস্ত কিছুই নিয়ন্ত্রণে রয়েছে।
উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধান বলেন, দেশ এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে দেশের সুরক্ষা ও সম্মান অটুট রাখা তরুণ অফিসারদের উপরই নির্ভরশীল। আপনার যা করবেন সেটা দেশের কল্যাণের স্বার্থেই, তা নিশ্চিত করতে হবে। ভারত-নেপাল সম্পর্ক প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল এম এম নরবণে জানিয়েছেন, নেপালের সঙ্গে আমাদের অত্যন্ত দৃঢ় সম্পর্ক রয়েছে, ভৌগলিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং ধর্মীয় সম্পর্ক রয়েছে। নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই সুদৃঢ় ছিল এবং ভবিষ্যতেও সুদৃঢ় থাকবে। সেনাপ্রধান অত্যন্ত আনন্দের সঙ্গে এদিন জানান, জম্মু ও কাশ্মীর এবং আমাদের পশ্চিমী প্রতিবেশী দেশ সম্পর্কে বলতে হলে, বলতে হয় আমরা প্রচুর সাফল্য পেয়েছি। বিগত ১০-১৫ দিনের মধ্যে অন্ততপক্ষে ১৫ জন জঙ্গি নিকেশ হয়েছে। জম্মু ও কাশ্মীরে সমস্ত সুরক্ষা বাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের জন্যই এই সাফল্য মিলেছে। স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতেই অধিকাংশ অভিযান চালানো হয়েছে, আসলে তাঁরা সন্ত্রাসবাদে বীতশ্রদ্ধ এবং শান্তি চাইছেন।