ভারতের সামরিক শক্তিতে অন্তর্ভুক্ত কয়েকটি সেরা অস্ত্র প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রদর্শিত হচ্ছে। প্রথমবারের মতো আকাশে উড়ছে রাফায়েল যুদ্ধবিমান। অন্যদিকে টি -৯০ ট্যাংক সহ অনেকগুলি অস্ত্র থাকছে এই কুচকাওয়াজে। আসুন জেনে নিই কোন অস্ত্র, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং বিমান এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের গৌরব বাড়িয়ে তুলছে।
কুচকাওয়াজ চলাকালীন, ভারতীয় সেনাবাহিনী যুদ্ধের ট্যাঙ্ক টি -৯০ ট্যাঙ্ক সহ ব্রহ্মস ক্ষেপনাস্ত্র, পিনাকা রকেট সিস্টেম সহ অন্যান্য যুদ্ধাস্ত্র প্রদর্শন করা হবে। ব্রহ্মস ক্ষেপনাস্ত্র দেখতে লোক রীতিমতো ঔৎসুক ছিল সকাল থেকে। এই ক্ষেপণাস্ত্র ভারতের শত্রুদের জন্য এক অতি চিন্তাজনক বিষয়। এর ব্যাপক গতি ও দুর্দান্ত ক্ষমতা শত্রুদের কোনও বাঁচার সুযোগই দেয় না। এলএসি’তেও মোতায়েন রয়েছে এই ট্যাঙ্ক।
বিশ্বের শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক টি -৯০ এই প্যারেডের গর্বকে আরও বাড়িয়ে তুলেছে। এই অত্যাধুনিক ট্যাঙ্কটিতে একটি ১২৫ মিলিমিটার গান রয়েছে। যা বিভিন্ন ধরণের শেল হামলা করতে পারে। এটি জলেও ৫ মিটার অবধি নেমে যেতে পারে।
আজকের দিনটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আজ ৭২ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। প্রজাতন্ত্র দিবসের প্যারেড এবার নানান কারণে বিশেষ হতে চলেছে। এই প্যারেডে এই প্রথম রাফায়েল উড়তে চলেছে। এর বাইরেও সবার নজর থাকবে কৃষকদের ট্রাক্টর র্যালির ওপর। এমন বিদ্রোহী আবহাওয়ার মধ্যে প্রজাতন্ত্র দিবস আগে কখনও হয়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা। জয় হিন্দ।” প্রতি বছর যে চেনা ছবি ২৬শে জানুয়ারি দিল্লির রাজপথে দেখা যায়, এবার সেই ছবি একটু আলাদা। প্রজাতন্ত্র দিবসে উপস্থিত নেই কোনও বিশিষ্ট অতিথি। তবে রয়েছেন দেশের নেতা মন্ত্রী ও সাধারণ মানুষও।
কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ বছর ২৬ জানুয়ারি রাজপথে উপস্থিত থাকবেন। কিন্তু করোনা ভাইরাসের নতুন স্ট্রেন প্রভাব ফেলেছে ব্রিটেনে। ফলে ক্রমশই বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে বরিস জনসন ভারতে আসতে চাননি। সংক্রমণ এড়াতে ও দেশের মানুষের পাশে থাকতে তিনি ভারত সফর বাতিল করেন।